বাংলাহান্ট ডেস্ক: অক্ষয়, সলমনের পর এবার একতা কপূর এগিয়ে এলেন করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে। নিজের এক বছরের বেতন দান করলেন দৈনিক মজুরির শ্রমিকদের জন্য। সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস। সেখানে এখন চলছে মৃত্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ্যা পার করেছে ৩ হাজার। তারপর প্রধানমন্ত্রী মোদী ঘোষনা করেন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি সঙ্কটে পড়েছেন খেটে খাওয়া দৈনিক মজুরির শ্রমিকরা। লকডাউনে কোথা থেকে দু বেলার খাবার যোগান দেবে তারা সেটা ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না।
একই পরিস্থিতি সিনেপাড়াতেও। টেকনিশিয়ানস ও দৈনিক মজুরির শ্রমিকরা পড়েছেন সমস্যায়। সরকার সাহায্য করছে, সেই সঙ্গে বহু তারকাও এগিয়ে এসেছেন এই মানুষগুলোর সাহায্যে। এই তালিকায় রয়েছেন প্রযোজক একতা কাপুরও। বালাজি টেলিফিল্মসের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ও ক্রিয়েটিভ হেড একতা নিজের এক বছরের বেতন ২ কোটি ৫০ লক্ষ টাকা দান করলেন।
The only way ahead, is together! #StaySafeStayHealthy pic.twitter.com/OGpygoclXZ
— Ektaa R Kapoor (@EktaaRKapoor) April 3, 2020
নিজের টুইটার হ্যান্ডেলে এই সংবাদ জানিয়ে তিনি লেখেন, ‘করোনার প্রভাবে বড় সঙ্কট সৃষ্টি হয়েছে। এই সময়ে আমাদের দরকার বালাজি টেলিফিল্মসের হয়ে যারা কাজ করেন সেই সব দৈনিক মজুরির শ্রমিকদের পাশে দাঁড়ানো। তাদের সাহায্যের জন্য বালাজি টেলিফিল্মসে আমার এক বছরের বেতন ২ কোটি ৫০ লক্ষ টাকা দান করলাম। আমার সহকর্মীরা ভাল থাকুন।’ একতার এই সিদ্ধান্তে বাহবা দিয়েছেন নেটিজেনরা। এর আগে অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমন খান সহ আরও তারকারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন করোনা মোকাবিলায়।