বাংলাহান্ট ডেস্ক: পঞ্চাশ হাজার কোটি ক্ষতিপূরণ (compensation) চেয়ে মানহানির মামলা ও দেওয়ানি মামলা দায়ের হল বলিউড প্রযোজক একতা কাপুরের (ekta kapoor) বিরুদ্ধে। ওয়েব সিরিজে (web series) আপত্তিজনক দৃশ্য দেখিয়ে ভারতীয় সেনাবাহিনীকে (Indian army) অপমান করার অভিযোগে এই মামলা দায়ের হয়েছে একতার বিরুদ্ধে। আইপিএস অফিসার ড: সন্দীপ মিত্তল টুইট করে জানিয়েছেন এই খবর।
টুইট করে তিনি লেখেন, ‘তৃতীয় শ্রেণির বিনোদন ব্যবহার করে অপবাদ দেওয়ার জন্য একতা কাপুরের বিরুদ্ধে ৫০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানি ও দেওয়ানি মামলা দায়ের করলাম। একতা কাপুরকে দেওয়া পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক।’
https://twitter.com/smittal_ips/status/1268118755827015680?s=19
সব মহলেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রযোজক একতা কাপুর। ইতিমধ্যেই ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’ একতার বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করেছেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন উত্তরপ্রদেশ পুলিসের এস আই অলকা সচান। টুইট করে একতার প্রতি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। টুইটে অলকা লেখেন, ‘তুমি মহিলা বলার জন্য যোগ্য নও একতা কাপুর। যেভাবে তুমি ফৌজি ভাইদের স্ত্রীদের অপমান করেছ, মহিলা হয়ে এত জঘন্য মন্তব্য, ধিক্কার তোমাকে। দেশের জন্য শহিদ হওয়া জওয়ানদের স্ত্রীরা সীতা মায়ের থেকে কম নন। মহিলাদের সম্মান করতে শেখ নাহলে জুতো মারা হবে।’
সম্প্রতি নিজের ওয়েব প্ল্যাটফর্ম ALT বালাজি প্ল্যাটফর্মে একটি নতুন ওয়েব সিরিজ শুরু করেছেন একতা। XXX নামে ওই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের একটি এপিসোডের জন্যই তুমুল বিতর্কের সম্মুখীন হয়েছেন একতা। ইউটিউবার হিন্দুস্তানি ভাউয়ের দাবি ওই সিজনে একটি এপিসোড রয়েছে যেখানে দেখানো হয় একজন সেনাবাহিনীর জওয়ানের অনুপস্থিতিতে তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। একটি বিশেষ দৃশ্যে দেখা হয় স্বামীর সেনাবাহিনীর উর্দি নিজের প্রেমিকের গায়ে চাপিয়ে তাঁর সঙ্গে সঙ্গমে লিপ্ত হচ্ছেন ওই মহিলা।
হিন্দুস্তানি ভাউয়ের বক্তব্য, এই দৃশ্যটি ভারতীয় সেনাবাহিনীর পক্ষে অত্যন্ত অপমানজনক। তাঁকে অনুসরণ করে অনেকেই এই সিরিজটি বয়কটের ডাক দিয়েছেন। #ALTBalajiInsultsArmy ট্রেন্ড করছে টুইটারে। অনেকেই বলছেন, একতা কাপুরের প্রযোজনা সংস্থার পক্ষে অস্বস্তিকর দৃশ্য দেখানো নতুন কিছু নয়। কিন্তু এবারে তারা সব সীমা পার করে গিয়েছে। একতার গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন অনেকেই।