আরও শক্তি নিয়ে ধেয়ে আসছে এল নিলো! এবছর বর্ষা রেকর্ড ছাড়াবে, কী ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ববর্তী বছরের রেকর্ড ভাঙবে এবছরের বর্ষা ! এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে । এল নিনোর (El Nino weather alert) প্রভাবে গ্রীষ্মের পর এবছর রেকর্ড বৃষ্টি হবে বলে ভারতের আবহাওয়া অফিসের তরফ থেকে। গরমের পর স্বস্তির নিঃশ্বাস ফেলবে দেশবাসী। বিগত বছরগুলির তুলনায় বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পাবে।

এল নিনোর প্রভাবে ভারতের জলবায়ুতে কী পরিবর্তন হবে ? El Nino weather alert

ভারতে এবারের বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (Indian Meteorological Department)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কৃষক সমাজ থেকে শুরু করে দেশের অর্থনীতির  ( Indian Economy) বিভিন্ন ক্ষেত্রে স্বস্তির ছোঁয়া এসেছে। ভারতীয় আবহাওয়া দফতর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র (Mrityunjay Mahapatra) এক সাংবাদিক সম্মেলনে জানান, “এই বছরের বর্ষার মরশুমে স্বাভাবিকের তুলনায় ১০৫ শতাংশ বৃষ্টিপাত হতে পারে, যেখানে দীর্ঘমেয়াদী গড় বৃষ্টিপাত ৮৭ সেন্টিমিটার”। অর্থাৎ তুমুল বৃষ্টিতে এবার ভাসতে পারে দেশ। সাধারণভাবে ১ জুন থেকে কেরলে প্রবেশ করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত।

এছাড়াও তিনি আশ্বাস দিচ্ছেন, এল নিনো পরিস্থিতি  যা সাধারণত কম বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়ায়, তা এই বছরে তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে সারা দেশের বৃষ্টিপাতের পরিমাণের উপর ইতিবাচক থাকবে বলেই অনুমান করা হচ্ছে। অনুমান করা হচ্ছে অনান্য রাজ্যের তুলনায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে লাদাখ এবং তামিলনাড়ুতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে , বিগত ৫০ বছরের গড় বৃষ্টিপাতের পরিমাণ ৮৭ সেন্টিমিটার। এর থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হলে তা অস্বাভাবিক হিসেবে গণ্য করা হয়।

আবহাওয়াবিদরা যদিও আশাবাদী, তবুও সতর্ক করছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষার সময়কাল ও বৃষ্টির পরিমাণে বড় তারতম্য দেখা দিতে পারে। বৃষ্টির মোট পরিমাণ বেশি হলেও তা যদি কিছু নির্দিষ্ট সময় বা অঞ্চলে সীমাবদ্ধ থাকে, তাহলে খরা বা বন্যার ঝুঁকি থেকেই যায়। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, ভারতে বৃষ্টির দিন কমলেও অল্প সময়ে অতিবৃষ্টির ঘটনা বাড়ছে, যা চাষাবাদ ও জীবনের উপরে বিপরীত প্রভাব ফেলতে পারে।

Rain in North Bengal South Bengal weather Kolkata West Bengal weather update

আরও পড়ুনঃ ভারতে এই প্রথম! এবার ট্রেনে বসল ATM, যাত্রীদের সুবিধার্থে বড় চমক রেলের

তবে সুখবরের পাশাপাশি রয়েছে কিছু সতর্কবার্তাও। আবহাওয়া আধিকারিক  মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, “এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তীব্র তাপপ্রবাহ (Heat waves) বাড়ার সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ (Electricity supply) ব্যবস্থা ও জলের চাহিদার মারাত্মক চাপ সৃষ্টি হতে পারে। এই বর্ষা মরশুমে সরকার এবং কৃষক উভয়কেই সময়মতো প্রস্তুতি নিতে হবে, যেন বৃষ্টির অনিয়মিত চরিত্র সামাল দিয়ে ,বৃষ্টির ইতিবাচক প্রভাব সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা যায়।”

 

Shreya Mondal

শ্রেয়া মন্ডল, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনে স্নাতকোত্তর। বিনোদন, লাইফস্টাইল, অফবিট খবর লেখায় সাবলীল।

X