বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একবার দেশের সীমানা ছাড়িয়ে ক্রীড়া জগতে বিদেশের মাটিতে শোনা গেল ভারতের জয়ধ্বনি। কিন্তু এবার ক্রিকেট অথবা হকিতে নয়, ব্যাডমিন্টনে ম্যাচ জিতে কোর্টেই ভারত খেলোয়াড়দের ভারত মায়ের নামে জয়ধ্বনি দেওয়ার ভিডিও ভাইরাল হলো।
এইমুহূর্তে ব্যাঙ্ককে অনুষ্ঠিত হয়েছে উবের ও টমাস কাপ। আর সেই উবের কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছোনোর পরই ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল জাতীয় পতাকা হাতে “ভারত মাতা কি জয়” ধ্বনি দিয়ে উঠলেন। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
#TeamIndia has booked themselves a spot in the knockouts of #UberCup2022 with 2️⃣ consecutive wins in group stages
Proud of this bunch of champs!
: @bwfmedia#TUC2022#Bangkok2022#IndiaontheRise#Badminton pic.twitter.com/psOKYQJe8L
— BAI Media (@BAI_Media) May 10, 2022
ভারত নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ ফলে উড়িয়ে দিয়ে উবের কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তার আগে কানাডার বিরুদ্ধে ম্যাচেও প্রতিপক্ষকে ৪-১ ফলে উড়িয়ে দেন পিভি সিন্ধুরা। পরপর দুটি টাই পকেটে পুরে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকা নিশ্চিত করে আগামীকাল গ্রুপর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন সিন্ধুরা।
মহিলাদের দুরন্ত ছন্দের সঙ্গে সমতা বজায় রেখে ভালো ছন্দে রয়েছেন পুরুষ শাটলাররাও। কিদম্বি শ্রীকান্তদের দুরন্ত পারফরম্যান্সের ফসলস্বরূপ কানাডাকে ৫-০ ফলে উড়িয়ে টমাস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় পুরুষ দলও।