উদ্ধব গোষ্ঠীকে দলের নামের সঙ্গে মশাল চিহ্ন দিল নির্বাচন কমিশন, তিনটি বিকল্প চাইল শিন্ডেদের কাছে

বাংলা হান্ট ডেস্কঃ পুরানো নাম এবং প্রতীক পরিবর্তন করে নয়া পরিচিতি প্রদান করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন আর সেই সূত্র ধরে বর্তমানে নতুন নাম এবং প্রতীক পেল উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) পন্থী শিবসেনা (Shiv Sena)। উদ্ধব ঠাকরে শিবিরের পক্ষে ‘মশাল’ প্রতীক ধার্য করা হয়েছে। একই সঙ্গে তাদের নয়া নাম, ‘শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে’। যদিও এখনো পর্যন্ত শিন্ডে শিবিরের কোনো প্রতীক স্থির করা যায়নি।

উল্লেখ্য, বর্তমানে মহারাষ্ট্র রাজনীতিতে একের পর এক চাঞ্চল্যকর মোড় প্রকাশ্যে এসে চলেছে। এক্ষেত্রে উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে শিবিরের মাঝে শিবসেনার নাম ব্যবহার করা নিয়ে দ্বন্দ্ব বাঁধে। পরবর্তীতে অবশ্য নির্বাচন কমিশনের নির্দেশে নয়া নাম এবং প্রতীক প্রদান করে তারা, যার ফলস্বরূপ উদ্ধব ঠাকরে পন্থী শিবসেনার নয়া নাম এবং প্রতীকের স্থান পেলো যথাক্রমে শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে এবং মশাল চিহ্ন।

অপরদিকে, একনাথ শিন্ডে শিবিরের নাম ‘বালা সাহেবাঞ্চি শিবসেনা’ হলেও এখনো পর্যন্ত তাদের কোনো প্রতীক ধার্য করা হয়নি। সূত্রের খবর, শিন্ডে শিবিরের পক্ষ থেকে ত্রিশূল, গদা এবং উদীয়মান সূর্য, এই তিনটি প্রতীক জমা করা হলেও প্রতিটি বাতিল করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রথম দুটির ক্ষেত্রে ধর্মের যোগাযোগ রয়েছে এবং সর্বশেষ প্রতিকটি অপর একটি দল (ডিএমকে) ব্যবহার করার কারণে সেগুলি বাতিল করা হয়। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন পুনরায় প্রতিকের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিন্ডে পক্ষকে।

উল্লেখ্য, সম্প্রতি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন দলীয় নেতা একনাথ শিন্ডে। পরবর্তীতে ৫০-এর কাছাকাছি বিধায়ককে সঙ্গে নিয়ে দলত্যাগ করেন তিনি এবং বিজেপির সঙ্গে যোগদানের মাধ্যমে উদ্ধব শিবিরের পতন ঘটিয়ে ক্ষমতায় বসেন।

uddhav thackeray sad 1

এরপর থেকে একের পর এক নাটকীয় মোড় দেখা যায় মহারাষ্ট্র রাজনীতিতে। এক্ষেত্রে শিবসেনার নাম এবং প্রতীক নিজেদের দখলে করতে মরিয়া হয়ে ওঠে দুই পক্ষ। একদিকে শিবসেনার চিহ্ন নিজেদের বলে দাবি করে একনাথ। আবার অপরদিকে, পুরানো নাম এবং প্রতীক ছেড়ে দিতে নারাজ থাকেন উদ্ধব আর এই সকল ইস্যুকে কেন্দ্র করে নির্বাচন কমিশন উভয় শিবিরের নাম ও চিহ্ন বাতিল করে নয়া নাম-চিহ্ন জমা করার নির্দেশ দেয়।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর