আরজি কর কাণ্ডের আবহেই রাজ্যে ভোট! কবে? দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য। রাজনীতির আঙিনাতেও তার আঁচ এসে পড়েছে। বাংলা জুড়ে উঠেছে প্রতিবাদের ঢেউ। এই আবহে এবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের (Assembly By Election) দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।

  • কবে ভোট (Assembly By Election) বাংলায়?

মঙ্গলবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের ৬টি আসনের বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। নৈহাটি, সিতাই, তালড্যাংরা, মেদিনীপুর, হাড়োয়া এবং মাদারিহাট কেন্দ্রে আগামী নভেম্বর মাসে ভোট হবে বলে জানানো হয়েছে। আগামী ১৩ নভেম্বর ওই ৬ আসনে নির্বাচন হতে চলেছে।

চব্বিশের লোকসভা ভোটে ওই ৬ কেন্দ্রের বিধায়করা দাঁড়িয়েছিলেন। ভোটে জেতার পর বিধায়ক পদ থেকে তাঁরা ইস্তফা দেন। সেই কারণেই আগামী মাসে ওই ৬টি আসনে উপনির্বাচন (Election) হতে চলেছে। বাংলার এই ৬ কেন্দ্র ছাড়া গোটা দেশের ১৪টি রাজ্যের ৪২টি কেন্দ্রে উপনির্বাচন হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ‘৩ সপ্তাহের মধ্যে…’! আরজি কর মামলায় নয়া মোড়! এবার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে নৈহাটি, মেদিনীপুর, তালড্যাংরা, হাড়োয়া এবং সিতাইয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। অন্যদিকে মাদারিহাট কেন্দ্রে পদ্ম (BJP) ফুটেছিল। এই ৬ কেন্দ্রের বিধায়করাই চলতি বছরের লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। প্রত্যেকে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। এবার সেই আসনগুলিতেই ফের ভোট হওয়ার পালা।

West Bengal Assembly by election TMC BJP

২০২১ বিধানসভা নির্বাচনে নৈহাটি কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূলের পার্থ ভৌমিক। এবারের লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হয়েছেন। মেদিনীপুর থেকে জিতেছিলেন জোড়াফুল প্রার্থী জুন মালিয়া তিনিও সাংসদ হওয়ার পর বিধায়ক পদ থেকে সরে দাঁড়ান।

হাড়োয়া এবং তালড্যাংরা থেকে গত বিধানসভা নির্বাচনে (Assembly By Election) জয়ী হয়েছিলেন যথাক্রমে হাজি নুরুল ইসলাম এবং অরূপ চক্রবর্তী। এদিকে সিতাইয়ে ঘাসফুল ফুটিয়েছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। অন্যদিকে মাদারিহাট আসনে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। আসন্ন বিধানসভা উপনির্বাচনে এই ৬ কেন্দ্রে কোন দল বাজিমাত করে সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর