ফের কড়া সিদ্ধান্ত কমিশনের! প্রথম দফার নির্বাচনের জন্য বাড়িয়ে দেওয়া হল আধাসেনার সংখ্যা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার শুরু হচ্ছে রাজ্যে ভোট উৎসব। আগামীকাল প্রথম দফার নির্বাচন। পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের ৩০টি আসনে ভোট গ্রহণ হবে আগামীকাল। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় কঠিন চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন করাতে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। রাজ্যে মোতায়েন হয়েছে অজস্র কোম্পানির আধাসামরিক বাহিনী। আর প্রথম দফার নির্বাচনের আগে আরও কড়া হল কমিশন।

Extra security in the jungle after the election

প্রথম দফার নির্বাচনের জন্য মোট ৬৮৪ কোম্পানির আধাসেনা মোতায়েন ছিল। ৩০টি আসনে ২২-র বেশি আধাসেনা মোতায়েন করেছিল কমিশন। আর এবার সেই সিদ্ধান্তে সামান্য বদল এনে প্রথম দফার নির্বাচনের জন্য আরও আধাসেনা মোতায়েন করা হল কমিশনের পক্ষ থেকে। কমিশনের তরফ থেকে সন্ধ্যায় জানানো হয় যে, ৬৯৮৪ কোম্পানি না, প্রথম দফার নির্বাচনে মোতায়েন থাকবে ৭৩০ কোম্পানির আধা সামরিক বাহিনী। কমিশনের নতুন সিদ্ধান্তের পর প্রতিটি বিধানসভা এলাকায় ২৪ কোম্পানির বেশি আধাসেনা মোতায়েন হতে চলেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবারের নির্বাচন প্রচারে এসে বারবার বলে গিয়েছেন যে এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। নির্বাচনে তৃণমূলের একটাও গুন্ডা বাইরে বের হওয়ার সাহস পাবে না। আরেকদিকে, নির্বাচন কমিশনের তরফ থেকেও শান্তিপূর্ণ নির্বাচন করানোর আশ্বাস দেওয়া হয়েছে। আর এই কারণে এরাজ্যে আট দফায় নির্বাচন করানো হচ্ছে। সঙ্গে মোতায়েন থাকছে বিপুল সংখ্যক আধা সেনা।

রাজ্যে এবারের নির্বাচনের জন্য যেমন বন্দোবস্ত নেওয়া হয়েছে, তা বিরল। বেনজির ভাবে রাজ্যে একাধিক পুলিশ পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে কমিশনের তরফ থেকে। এমনকি রাজ্যের একাধিক পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও সরানো হয়েছে। রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য কমিশন যে উঠেপড়ে লেগেছে সেটা বলাই বাহুল্য। কিন্তু এখন দেখার বিষয় কতটা শান্তিপূর্ণ নির্বাচন হয় রাজ্যে।

X