ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন

Published On:

বাংলা হান্ট ডেস্ক : উত্সবের মরসুম শুরু হওয়ার আগে থেকেই বাংলার মানুষের ভোটার কার্ড যাচাই ও তালিকা সংশোধনের জন্য নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যবাসী নিজেদের ভোটার কার্ড নম্বর এবং তথ্য দিয়ে সংশোধন করছিল,ভোটার কার্ডে নাম ঠিকানা ভুল কিংবা নতুন করে ছবি আপলোড ইত্যাদি করা সম্ভব হয়েছে।

নির্বাচন কমিশনের তরফ থেকে 18 নভেম্বর অবধি ভোটার তালিকা সংশোধন এবং ভোটার কার্ড যাচাইয়ের সময়সীমা ধার্য করেছিল তবে উত্সবের মরসুম শেষে যেভাবে রাজ্যবাসী প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে তাতে এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন তাই 11 দিন বাড়িয়ে দেওয়া হল ভোটার তালিকা সংশোধনের সময়সীমা।

অর্থাত নির্বাচন কমিশনের তরফ থেকে ইলেক্টর ভেরিফিকেশন প্রোগ্রাম চলবে আগামী 30 নভেম্বর অবধি।অন্যদিকে সংশোধনী ভোটার তালিকা জানুয়ারি নয় আগামী বছরের 7 ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত হবে। তাই এখন অবধি যাঁদের তথ্য যাচাই করেননি তাঁরা ভোটার কার্ড যাচাই কিংবা ভোটার কার্ডে কোনও ভুল পরিবর্তন করতে গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে।

ইলেক্ট্রোরাল ভেরিফিকেশন প্রোগ্রামে ক্লিক করে ভোটারের তথ্য যাচাই করবেন, তার পর একটি মোবাইল নম্বর দিয়ে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। এর পর রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে যা সাবমিট করলেই আপনার এপিক নম্বর খতিয়ে দেখা হবে আর সেটা যদি আপনার নিজস্ব হয় সে ক্ষেত্রে ইয়েস অপশন ক্লিক করলে আপনার নিজের ছবিসহ ভোটার কার্ড মোবাইল স্ক্রিনে খুলে যাবে।

যদি তা ঠিক করতে হয় সেক্ষেত্রে মডিফাই অপশনে গিয়ে নাম পদবি ঠিকানা সহ অন্যান্য তথ্য পরিবর্তন করা যাবে। তার পর উপযুক্ত প্রমাণের জন্য নথিপত্র আপলোড করতে হবে তার জন্য টাইপ অফ ডকুমেন্ট সেই ক্লিক করবেন। তাতেই সব তথ্য আপলোড হয়ে যাবে।

সম্পর্কিত খবর

X