বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ১০ ই নভেম্বর শিবরাজ সিং (Shivraj Singh Chouhan) সরকারের ভাগ্য নির্ধারিত হবে। ওই দিন রাজ্যে ২৮ টি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে। সমস্ত ২৮ টি আসনে ৩ রা নভেম্বর ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন (Election Commission) মধ্যপ্রদেশের ২৮ টি আসন সমেত দেশে মোট ৫৬ টি আসনে উপনির্বাচনের তারিখের ঘোষণা করল আজ।
নির্বাচন কমিশন আজ ১২ রাজ্যের ৫৬ টি আসনে আর একটি লোকসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করল। বিহারের একটি লোকসভা আসন আর মণিপুরের ২ টি বিধানসভা আসনে আগামী ৭ ই নভেম্বর উপ নির্বাচন হবে। এছাড়াও ছত্তিসগড়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, উড়িষ্যা, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশের মোট ৫৪ টি বিধানসভা আসনে ৩ নভেম্বর ভোট হতে চলেছে।
এই সমস্ত আসনের গণনা বিহারের গণনার ১০ ই নভেম্বর হবে। নির্বাচন কমিশন আপাতত পশ্চিমবঙ্গ আর কেরলের আসন গুলোতে উপনির্বাচনের ঘোষণা করেনি।
ছত্তিসগড়ের একটি আসন, গুজরাটের ৮ টি আসন, হরিয়ানার ১ টি আসন, ঝাড়খণ্ডের ২ টি আসন, কর্ণাটকের ২ টি আসন, মধ্যপ্রদেশের ২৮ টি আসন, মণিপুরের ২ টি আসন, নাগাল্যান্ডের ২ টি আসন, উড়িষ্যার ২ টি আসন, তেলেঙ্গানার ১ টি, উত্তর প্রদেশের ৭ টি আসনে উপনির্বাচন হতে চলেছে। এর সাথে সাথে বিহারের একটি লোকসভা আসনে ৩ রা নভেম্বর উপনির্বাচন হবে।