পাকিস্তান গড়ার ডাক দেওয়া তৃণমূল নেতাকে শোকজ করল কমিশন, বিপাকে ঘাসফুল শিবির

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মুখে আবারও অস্বস্তিতে তৃণমূল (tmc) শিবির। নির্বাচনী প্রচারে বেরিয়ে পাকিস্তান নিয়ে মন্তব্য করায় নানুরে তৃণমূল নেতা শেখ আলমকে (Sheikh Alam) শোকজ করল নির্বাচন কমিশন। রাতের মধ্যেই তিনি জবাব না দিলে তৃণমূলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে পারে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

বাংলায় নির্বাচনী প্রচার চলছে জোরকদমে। তারকা প্রার্থী থেকে শুরু করে সাধারণ প্রার্থী সকলেই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে নাগরিকদের কাছে ভোট ভিক্ষা চাইছেন। কখনও সভা মিছিলে আবার কখনও সমাবেশে, কখনও আবার ব্যানার হাতে নিয়ে প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছেন দলীয় সদস্যরা।

   

TMC

এইভাবে প্রচার কার্য চলাকালীন শাসক দলের একটি সমাবেশের একটুকরো ভিডিও শেয়ার করেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)। বৃহস্পতিবার তাঁর শেয়ার করা ভিডিও ঘিরে উত্তেজনা ছড়ায় বিভিন্ন মহলে। ভিডিওতে দেখা যায়, দলীয় ব্যানার নিয়ে নানুরের বাসাপাড়া এলাকায় মিছিল শেষে রাস্তার ধারে দাঁড়িয়ে মাইক হাতে ভাষণ দিচ্ছেন তৃণমূল নেতা শেখ আলম।

এই অবধি ঠিক থাকলেও, তৃণমূল নেতার ভাষণ ধীরে তৈরি হল বিতর্ক। শেখ আলমকে বলতে শোনা যায়, ‘এখানে আমরা ৩০ শতাংশ সংখ্যালঘু রয়েছি। আর বাকি ৭০ শতাংশকে নিয়ে তাঁরা ক্ষমতায় আসতে চাইছে। লজ্জা হওয়া উচিত তাদের। ভারতের এই ৩০ শতাংশ মানুষ যদি একদিকে চলে আসে, তাহলে দেখবেন চার-চারটি পাাকিস্তান তৈরি হয়ে যাবে। তখন কোথায় যাবে এই ৭০ শতাংশ’?

তৃণমূল নেতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোরগোল পড়ে যায় রাজনৈতিক শিবিরে। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) অবশ্য স্পষ্ট জানিয়েছেন, ‘শেখ আলম আমাদের দলের কেউ হন না’। তবে এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল শেখ আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন। রাতের মধ্যেই তাঁর দিক থেকে কোনরকম জবাব না এলে তৃণমূলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর