ভোটের প্রচারে ‘বেফাঁস’ মন্তব্য! জবাব চেয়ে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের পর এবার দেশজুড়ে একাধিক রাজ্যে শুরু হয়েছে ভোটের মরশুম। ইতিমধ্যেই ঝাড়খন্ডেও শেষ হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। আগামী দিনে ভোট রয়েছে মহারাষ্ট্রেও। আর এই ভোটের মরশুমেই বিভিন্ন রাজ্যে ভোট প্রচারে গিয়ে কড়া ভাষায় নরম-গরম ভাষণ দিতে শোনা যাচ্ছে কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের।

রাহুল-শাহ (Amit Shah)-র বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

সম্প্রতি এমনই এক নির্বাচনী জনসভায় কংগ্রেসের রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) করা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। নির্বাচনী প্রচারে ক্রমাগত আদর্শ আচরণবিধী লঙ্ঘন করার অভিযোগে এবার কংগ্রেস এবং বিজেপিকে একযোগে নোটিশ ধরালো নির্বাচন কমিশন। আসন্ন মহারাষ্ট্র নির্বাচনের দুদিন আগেই তাঁদের এই নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার এই নোটিশের জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকে। সম্প্রতি ভোটের প্রচারে অমিত শাহের (Amit Shah) করা এটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। কংগ্রেসের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে বেশ কিছু পুরনো হিংসার ঘটনা টেনে এনেছিলেন তিনি (Amit Shah)।

এদিন কেন্দ্রীয় মন্ত্রীদাবি করেন এমন পার্টি সরকার আসলে তা দেশের পক্ষে ভালো নয়।  অমিত শাহের এই মন্তব্যের বিরোধিতা করেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। এবার সেই অভিযোগের ভিত্তিতেই নোটিশ পাঠানো হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মন্তব্য নিয়েও নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুকেছে বিজেপি।

আরও পড়ুন: নিমকাঠের জগন্নাথের মূর্তি! দীঘার মন্দির নিয়ে এক গুচ্ছ ঘোষণা সারলেন মমতা

নির্বাচন কমিশনের কাছে বিজেপির অভিযোগ রাহুল গান্ধী ভোট প্রচারে গিয়ে এক মন্তব্যে গান্ধীর মৃত্যুর প্রসঙ্গ তুলে অভিযোগ এনেছেন বিজেপি ও আরএসএস-র দিকে। এ বিষয়েই ঘোর আপত্তি জানিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। ইতিমধ্যেই এই বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে কংগ্রেসকেও।

Amit Shah

আসলে নির্বাচনকে পাখির চোখ করেই মহারাষ্ট্রের শিবসেনা এবং এন সি পি ভাঙ্গিয়ে বিজেপি জোট সরকার গঠনের পর একের পর এক প্রকল্প মহারাষ্ট্র থেকে চলে যাচ্ছে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে। এ বিষয়ে বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিশেষ করে মহারাষ্ট্রের লগ্নি  নিশ্চিত হয়ে যাওয়ার পরেও সেই প্রকল্প গুজরাটে চলে যাওয়ায় বিষয়টি একেবারেই ভালোভাবে নিচ্ছে না বিরোধী পক্ষ। আর এই বিষয়টাকে হাতিয়ার করে এবারের নির্বাচনী সুর  চড়িয়েছে বিরোধী দল গুলিও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর