বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে বিরাট পদক্ষেপ কমিশনের! গণনার আগের দিন রাজীব কুমার বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে অন্তিম লগ্নে এসে হাজির হয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন।রাত পোহালেই ভোট গণনা। আগামীকালই জানা যাবে, এবার কেন্দ্রে সরকার গড়বে কোন দল। তার আগে সোমবার একটি সাংবাদিক সম্মেলনে বিরাট আশ্বাস দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। এবার ত্রুটিহীন ভোট গণনা হবে, বললেন তিনি। এবার ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশন (Election Commission of India) যে সচেষ্ট কার্যত সেই বার্তা দেন তিনি।

রাজীব (Chief Election Commissioner Rajiv Kumar) এদিন বলেন, আমরা এবার অত্যন্ত আত্মবিশ্বাসী যে নির্বাচন পরবর্তী হিংসা দেখতে পাব না। ভোট গণনা (Lok Sabha Election 2024 Results) নিয়ে আমরা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা সকলেই জানেন, গণনার সময় লক্ষাধিক মানুষ হাজির থাকবেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রক্রিয়া ভীষণ বলিষ্ঠ, এই আশ্বাস আমি দিতে পারি।

   

এবারের বাংলা সহ গোটা দেশে মোটের ওপর সুষ্টুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী কমিশনারের (Chief Election Commissioner) মুখেও শোনা যায় একথা। এর জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভেচ্ছাও জানান। রাজীব (Rajiv Kumar) বলেন, এবার মোট ৬৪ কোটি ভোট পড়েছে। এর মধ্যে ৩১ কোটির বেশি মহিলা ভোটার রয়েছেন।

আরও পড়ুনঃ উনিশের চেয়ে কম! কলকাতার দুই আসনে কমল ভোট, শুভেন্দু খোঁচা দিয়ে বললেন, ‘জল কমেছে’!

এবারের নির্বাচনে গুজরাটের সুরাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে BJP। এদিন এই বিষয়েও কথা বলেন মুখ্য নির্বাচনী কমিশনার। এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মনোনয়ন প্রত্যাহার করা নিয়ে যদি কোনও রকম জোরজবরদস্তি করা হয় তাহলে আমরা পদক্ষেপ নিতে পারি। তবে কেউ যদি নিজের ইচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করেন, তাহলে সেখানে আমাদের তো কিছু করার নেই।

গত কয়েকটি ভোটে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভোট পরবর্তী হিংসার চিত্র দেখা গিয়েছে। এবারের ভোটে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেই জন্য সচেষ্ট নির্বাচন কমিশন। এবার ভোট পরবর্তী হিংসা রোখার জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে।

Election Commission of India Chief Election Commissioner Rajiv Kumar

এদিন মুখ্য নির্বাচনী কমিশনার জানান, শুধুমাত্র বাংলাই নয়, মণিপুর, অন্ধ্রপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের আমরা কঠোরভাবে নির্বাচনোত্তর হিংসা আটকাতে সক্ষম হব। একইসঙ্গে এবার ভোট পড়ার হার নিয়ে কমিশনের দিকে যে আঙুল তোলা হচ্ছে, সেই বিষয়টি ভিত্তিহীন বলেন রাজীব।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর