বাংলা হান্ট ডেস্কঃ প্রতীক্ষার অবসান। অবশেষে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণ করল নির্বাচন কমিশন। ভবানীপুর সহ জঙ্গিপুর আর সামশের গঞ্জে আগামী ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন হবে জানাল কমিশন। ৩ অক্টোবর হবে ফল ঘোষণা।
নির্বাচন কমিশনের এই ঘোষণার পর গোটা তৃণমূলেই খুশির হাওয়া বয়ে গিয়েছে। কারণ এই উপনির্বাচনের উপর নির্ভর করছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য। সঠিক সময়ে উপনির্বাচন না হলে, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাও দিতে হত ওনাকে। আর এই কারণে তৃণমূল নির্বাচনের আগেই কমিশনের এই ঘোষণাকে বড় জয় হিসেবে দেখছে।
২ মে ফল ঘোষণার পর থেকেই তৃণমূলের প্রধান লক্ষ্য ছিল যেনতেন ভাবে রাজ্যে উপনির্বাচন করানো। আর এই উপনির্বাচনের জন্য তাঁরা বারবার নির্বাচন কমিশনের দুয়ারেও গিয়েছিল। কিন্তু সুরাহা হচ্ছিল না।
নির্বাচন কমিশন থেকে উপনির্বাচন নিয়ে তেমন সদুত্তর না পাওয়ায় কমিশন বিজেপির হয়ে কাজ করছিল বলে অভিযোগও করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। তবে এবার তৃণমূলকে খুশির খবর দিয়ে রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন।