বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনের মরসুমে কত টাকা চাঁদা জমা পড়লো বিভিন্ন রাজনৈতিক দলের কোষাগারে? নির্বাচন কমিশন (Election Commission) প্রকাশ করল তার পরিস্কার হিসাব। ভারতের মোট ৮ টি রাজনৈতিক দলের মধ্যে ৪ টি দলের প্রাপ্ত চাঁদার হিসাব সামনে এল। জানা যাচ্ছে, সবচেয়ে বেশি চাঁদা পেয়েছে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি (BJP)। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress)। কংগ্রেসের থেকে প্রায় ৬ গুণ বেশি চাঁদা পেয়েছে বিজেপি। এমনই রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় নির্বাচন কমিশন।
দেশের মোট ৮ টি রাষ্ট্রীয় দলের মধ্যে ৪টি দলের চাঁদার পরিমাণ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে বিজেপি কংগ্রেসের থেকে প্রায় ৬ গুণ চাঁদা বেশি পেয়েছে এইবার। ২০২১-২২ অর্থবর্ষে বিজেপির চাঁদার পরিমাণ ৬১৪ কোটি ৫৩ লক্ষ টাকা। অর্থাৎ কংগ্রেসের প্রাপ্ত চাঁদার পরিমাণ প্রায় ১০০ কোটির আশেপাশে হবে বলে জানা যাচ্ছে।
নির্বাচন কমিশনের নিয়মানুসারে কোনও একজন ব্যক্তি কোনও একটি বিশেষ রাজনৈতিক দলকে ২০ হাজার টাকার বেশি চাঁদা দিতে পারবে না। কিন্তু জানা যাচ্ছে, বিজেপির পাপ্ত অধিকাংশ চাঁদাই ২০ হাজারের বেশি অংকে পাওয়া। অপরদিকে ২০২১-২২ অর্থবর্ষে কংগ্রেসের প্রাপ্ত চাঁদার পরিমাণ ৯৫ কোটি ৮৬ লক্ষ টাকা। যা বিজেপির প্রাপ্ত চাঁদার থেকে অনেকটাই কম।
বাকি যে দুটি রাজনৈতিক দলের চাঁদার পরিমাণ নির্বাচন কমিশন প্রকাশ করেছে সে দুটি দল হল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতায় থাকা আম আদমি পার্টি ২০২১-২২ অর্থবর্ষে প্রাপ্ত চাঁদার পরিমাণ ৪৪ কোটি ৫৪ লক্ষ টাকা। অপরদিকে বাংলার ক্ষমতায় থাকা তৃণমূল চাঁদা পেয়েছে মাত্র ৪৩ লক্ষ টাকা। বঙ্গে তৃণমূলের বিরোধী শক্তি এবং কেরলে ক্ষমতায় থাকা সিপিএমের চাঁদার পরিমাণ তৃণমূলের থেকে অনেকটাই বেশি। জানা যাচ্ছে, সিপিএমের চাঁদার পরিমাণ, ১০ কোটি ৫ লক্ষ টাকা।