ভোটার তালিকা থেকে বাদ বাংলার ৭ লক্ষ ভোটারের নাম! কাদের সরানো হল? জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। তার আগে ভুয়ো ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক হেভিওয়েট। এই আবহে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। সেখানে দেখা গিয়েছে, বাদ পড়েছে প্রায় ৭ লক্ষ ভোটারের নাম।

ভোটার তালিকা থেকে কাদের নাম বাদ পড়ল (Election Commission)?

জানা যাচ্ছে, চলতি বছরের ১ জানুয়ারির হিসেব অনুসারে এই ভোটার লিস্ট বানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার ১১৯ জনের নাম। অন্যদিকে বাদ পড়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশেরই ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল বলে খবর।

কমিশনের (Election Commission) তরফ থেকে প্রায় ৪ লক্ষ ভোটার কার্ড নিষ্ক্রিয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গেই ভিন রাজ্যে চলে গিয়েছেন এমন ভোটারের সংখ্যা প্রায় ৩ লক্ষ। তাদেঁর নামও রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শিরোনামে বীরভূম! অনুব্রতর নাম নিতেই কাজল অনুগামী যা করলেন… জোর শোরগোল!

এছাড়া ৯ হাজারের অধিক কিছু ভোটারের নাম লিস্টে (Voter List) দুই জায়গায় নথিভুক্ত করা ছিল। সেগুলিও বাদ দিয়ে দেওয়া হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ভোটারদের মধ্যে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯০২ জন। তালিকায় একাধিকবার রয়েছে এমন ব্যক্তিদের সংখ্যা ৯,১৩০ জন। এছাড়া স্থান পরিবর্তন করেছেন ২ লক্ষ ৮৬ হাজার ৬৩৮ জন।

Election Commission of India

উল্লেখ্য, আগামী বছর বাংলার মসনদ দখলের লড়াই। তার আগে শিরোনামে উঠে এসেছে ভুয়ো ভোটার ইস্যু। এই নিয়ে কড়া অবস্থান নিয়েছে নবান্ন। প্রশাসনের আধিকারিকদের ভুয়ো ভোটার কার্ডের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। এই আবহে এবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। সেখানে দেখা গিয়েছে, তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৭ লক্ষ ভোটারের নাম।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর