মোদীকে ‘অপয়া’ বলার জের! রাহুলকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন

বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রীকে (Narendra Modi) ‘অপয়া’ বলে মন্তব্য করায় এবার রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নোটিস দিল নির্বাচন কমিশন (Election Commission)। তাঁর করা এহেন মন্তব্যের জবাব শনিবার সন্ধের মধ্যে চাওয়া হয়েছে।

এক ‘অপয়া’ ব্যক্তির জন্য ভারতকে হেরে যেতে হল! ভোটমুখী রাজস্থানে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস সাংসদ। রাহুল গান্ধী কারওর নাম না করলেও সংশ্লিষ্ট মহলের মতে, এক্ষেত্রে নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেছেন তিনি।

মঙ্গলবার রাজস্থানের জালোরে একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই মোদীর নাম না করলেও রাহুল বলেন, ‘ভারতীয় দলের ক্রিকেটাররা ভালোভাবে বিশ্বকাপ জিতে যেত, কিন্তু একজন অপয়া হারিয়ে দিল।’ (রাহুল বলেছিলেন, ‘আচ্ছে ভালে হামারে লড়কে ওয়ার্ল্ড কাপ জিত যাতে, পর পনৌতি হারওয়া দিয়া।)’

rahul modi

রাহুলের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয় তরজা। বিজেপি রীতিমতো এটিকে ইস্যু বানিয়ে ময়দানে নেমে পড়ে। বিজেপির রবিশঙ্কর প্রসাদ রাহুলকে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানান।

এদিকে রাহুলকে পাল্টা দিয়েছেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। শুধু তাই নয়, পাল্টা জবাব দিতে গিয়ে তুলে আনলেন ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) প্রসঙ্গও। হিমন্ত বলেন, বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের কারণ মোদীর উপস্থিতি নয়, বরং ওই ম্যাচ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) জন্মদিনে হয়েছিল বলেই হেরেছে টিম ইন্ডিয়া। অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিসিসিআইয়ের কাছে আমি অনুরোধ করব, ভবিষ্যতে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ গান্ধী পরিবারের সদস্যদের জন্মদিনে যাতে না রাখা হয়। বিশ্বকাপের ফাইনালের হার থেকে যেন আমরা এই শিক্ষা নিই।’

 


Monojit

সম্পর্কিত খবর