নির্বাচন কমিশন ভবনে আগুন! পুড়ে গেল নথি, ইভিএম

Published On:

 

অমিত সরকার: ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন ভবনের গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায়, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডের ফলে, সেখানে রাখা ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমসহ অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি পুড়ে গেছে। এছাড়া অনেক নথি-পত্র পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশের রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রবিবার রাত সোয়া ১১টার দিকে, নির্বাচন কমিশন ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

X