ব্রেকিং খবরঃ আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ, অসম, পদুচেরি, কেরল আর তামিলনাড়ুতে নির্বাচন হতে চলেছে। আর আজ জাতীয় নির্বাচন কমিশন এই পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল ৪ঃ৩০ নাগাদ প্রেস বার্তার মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো প্রচারে নেমে পড়েছে। একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। তেমনই আরেকদিকে বিজেপি এবং বাম কংগ্রেস জোট রাজ্যে ক্ষমতায় আসার জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার জন্য ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। আর সেই ক্রমেই একের পর এক কেন্দ্রীয় নেতৃত্ব রোজই বাংলায় এসে প্রচার চালিয়ে যাচ্ছেন।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যে একের পর এক সভা করে চলেছেন।

আরেকদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে সভা করে চলেছেন। তিনি এবার রাজ্যে ২২১ টি আসনে জয়লাভের আশা ব্যক্ত করেছেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর