এই মাসের মধ্যে শেষ করতে হবে নির্বাচন! ক্রমশ চাপে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার, কী করবেন ইউনূস?

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা অনুযায়ী পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে চলতি বছরের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে। যদিও ইউনূস সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় নেমে পড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।

বাংলাদেশের (Bangladesh) ভোট নিয়ে বড় আপডেট

বিএনপি’র (BNP) দাবি, বর্তমানে স্থিতিশীল অবস্থায় এসেছে বাংলাদেশে (Bangladesh)। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিলম্বিত করে লাভ নেই। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার সারারাত ধরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে দ্রুত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

Election Pressure for Mohammad Yunus in Bangladesh

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে স্থায়ী কমিটি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের (Mohammad Yunus) পরিকল্পিত নির্বাচনের সময়সীমা নিয়ে। আমরা মনে করছি ভোটার তালিকার কাজ শেষ করতে এক মাসের বেশি সময় লাগার কথা নয়। এছাড়াও অন্যান্য কাজ শেষ করতে বড়জোর দুমাস সময় লাগবে। যার ফলে নির্বাচন প্রক্রিয়া এতগুলো দিন পর করার কোনো মানে নেই।’

আরোও পড়ুন : শরীরে নেই সুতোটুকুও! ঘন্টার পর ঘন্টা নামজপ, ঠাণ্ডায় কীভাবে নিজেদের শরীরকে গরম রাখেন নাগা সাধুরা?

আলমগীরের কথায়,  ‘আমরা বিশ্বাস করি, যেহেতু নির্বাচন কমিশন ইতিমধ্যেই গঠিত হয়েছে এবং শাসনব্যবস্থায় যথেষ্ট স্থিতিশীলতা রয়েছে, তাই জাতীয় নির্বাচন আর বিলম্বিত করা চলবে না। এরফলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে।’ আলমগীর বলেন,  ‘আমরা বারবার বলেছি নির্বাচিত সরকারের বিকল্প নেই এবং এটাই গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

Election Pressure for Mohammad Yunus in Bangladesh

ইউনূস ও তাঁর অন্তর্বর্তীকালীন সরকার বারংবার বলে আসছে নির্বাচন (Election) প্রক্রিয়ার জন্য সংস্কার ও প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে স্থায়ী কমিটি। তবে বিএনপির মহাসচিবের মত, একটি অব্যাহত প্রক্রিয়ায় এটি। নির্বাচনী সংস্কারের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠেনা। জাতীয় নির্বাচন তাই আগে অনুষ্ঠিত করতে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর