বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পর লোকসভা নির্বাচন। তার আগে বেশ কিছু রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আবহে অনেকেই আশা করছিলেন যে কিছুটা হলেও হয়ত কমতে পারে বিদ্যুতের বিল। কিন্তু সাধারণ মানুষকে আশাহত করে ত্রিপুরায় (Tripura) বৃদ্ধি পেতে চলেছে বিদ্যুৎ খরচ। গড়ে পাঁচ থেকে সাত শতাংশ বিদ্যুতের রেট বৃদ্ধি পেতে পারে বলে খবর।
বিদ্যুতের রেট বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সূত্র অনুযায়ী, ২০১৪ সালের পর আগামী ১লা অক্টোবর ২০২৩ থেকে লাগু হতে চলেছে নতুন এই রেট। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ১০ লক্ষ গ্রাহক নতুন এই সিদ্ধান্তে প্রভাবিত হতে চলেছেন।
আরোও পড়ুন : পড়ুয়াদের এবার বার্ষিক ৩৫০০ টাকা বৃত্তি দেবে রাজ্য! ভাতা বৃদ্ধি পেতেই খুশির হাওয়া
টিএসইসিএল গ্যাস ভিত্তিক উৎপাদন ইউনিট পরিচালনা করে। বিগত কয়েক বছরের ১৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম। অনেকেই মনে করছেন গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে টিএসইসিএল-এর। আগে যেখানে উৎপাদন ইউনিট চালানোর জন্য টিএসইসিএল-এর মাসিক ১৫ কোটি টাকা খরচ হত, সেখানে এখন প্রতি মাসে খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ কোটি টাকা।
এই সংস্থা একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত থাকলেও, ২০২১-২২ আর্থিক বছরে মোট ২৮০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে টিএসইসিএলকে। টিএসইসিএল- এর ম্যানেজিং ডিরেক্টর দেবাশীষ সরকার বলেছেন, ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের সাথে আলোচনা করে ও সমস্ত দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।