সাবধান! ভয় ধরাচ্ছে বিদ্যুতের খরচ! এবার ইলেকট্রিক বিলের উপর ‘এই’ চার্জ বাড়াল সরকার

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের বিলের (Electric Bill) খরচ। পশ্চিমবঙ্গের (West Bengal) অধিকাংশ জনতার এখন এটাই আতঙ্কের অন্যতম একটা কারণ। একদিকে যেমন বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তারসাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের খরচ। এই দুই মিলিয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা আম আদমির।

ইলেকট্রিক বিলের (Electric Bill) উপর চার্জ বৃদ্ধি সরকারের

গত প্রায় এক বছর ধরে হঠাৎ করেই অনেকটাই বেড়ে গেছে বিদ্যুতের বিলের (Electric Bill) খরচ। এই অতিরিক্ত খরচ সামাল দিতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। বিদ্যুতের বিলে (Electric Bill) একদিকে যেমন দ্বিগুণ হয়েছে ফিক্সড চার্জ, অন্যদিকে বৃদ্ধি পেয়েছে মিনিমাম চার্জ। পাশাপাশি কলকাতায় CESC এলাকায় বাড়তে চলেছে বিদ্যুতের বিলের খরচ।

   

আরোও পড়ুন : আর দরকার নেই ATM কার্ডের! এমনিই হাতে আসবে টাকা; জাস্ট মোবাইলে “OK” লিখলেই হবে ম্যাজিক

এই অবস্থায় প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে অল বেঙ্গল ইলেট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তথা অ্যাবেকা (ABECA) (All Bengal Electricity Consumer Association)। পাশাপাশি অ্যাবেকা দাবি জানিয়েছে, CESC’র এফপিপিএএসের নামে বিদ্যুতের বিল (Electric Bill) বৃদ্ধি করা যাবেনা। অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেছেন, “বর্ধিত ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহার করতে হবে রাজ্য সরকারকে।”

আরোও পড়ুন : ‘সিট বেল্ট বাঁধুন, আবহাওয়া খারাপ হতে চলেছে’, পাঠানের সংলাপে সংসদ কাঁপালেন অভিষেক, কেন্দ্রকে বড় চ্যালেঞ্জ

তার কথায়, “মিনিমাম চার্জ বৃদ্ধি করে রাজ্যের ক্ষুদ্রশিল্প ও ক্ষুদ্রকৃষি ধ্বংস করা হচ্ছে। গ্রামীণ ক্ষেত্রে গৃহস্থ গ্রাহকদের ৩০০ ইউনিটের স্ল্যাবে ১৮ পয়সা দাম বাড়ানো হয়েছে। গ্রামীণ বাণিজ্যিক গ্রাহকদের ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টলি গ্রাহকদের টাকা লুঠ করার যন্ত্র স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ চলছে। এই সব জনবিরোধী কাজের প্রতিবাদে বুধবার আমরা পথে নামছি।”

Government's big decision on electricity bill.

বিদ্যুতের (Electricity) মাশুল বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে অ্যাবেকা। সুব্রত বিশ্বাসের কথায়, “২৪ জুলাই CESC ভবনে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি রয়েছে। হাজার হাজার গ্রাহকদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হবে। যেভাবে কলকাতায় সিইএসসি ও জেলাগুলিতে রাজ্য বিদ্যুত বন্টন সংস্থাও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে তাতে সাধারণ মানুষের পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর