অমিত সরকার : রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, এই মুহূর্তে গোটা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বিদ্যুতের দাম৷ গ্রাহকদের থেকে অতিরিক্ত মাশুল নেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি৷ অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর দাবি জানিয়ে আগামী ১১ সেপ্টেম্বর বুধবার কলকাতার ভিক্টোরিয়া অফিস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন তিনি৷ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে সিএসসির সদর দপ্তর রয়েছে৷ দপ্তর ঘেরাও কর্মসূচি করে বিদ্যুতের মাশুল কমানোর দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি৷
যদিও লোকসভা ভোটের আগে গত ১০ মে সাংবাদিক বৈঠক করে মুকুল রায় ঘোষণা করেছিলেন, গোটা রাজ্যের তুলনায় সব থেকে বেশি বিদ্যুতের মাশুল গুনতে হয় বাংলার গ্রাহকদের৷ ইউনিট প্রতি প্রায় সাত থেকে আট টাকা করে গুনতে হয় বলেও অভিযোগ জানান তিনি৷ ২০১৪-২০১৫ অর্থবর্ষে থেকে ১৭ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে বলেও দাবি জানিয়েছিলেন মুকুল রায়৷ হঠাৎ কেন বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে সেই প্রশ্ন তোলেন তিনি৷