গরমের দিনে ইলেকট্রিক স্কুটিতে চড়ার আগে হয়ে যান সতর্ক! এই ভুলগুলি করলেই পড়বেন বিপদে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারতের টু হুইলার বাজারে ইলেকট্রিক স্কুটির (Electric Scooter) চাহিদা এখন তুঙ্গে। বাজাজ, হিরো, ওলা সহ একাধিক টু হুইলার প্রস্তুতকারী সংস্থা নিত্যদিন বাজারে লঞ্চ করছে বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটি। তবে সাম্প্রতিক অতীতে ইলেকট্রিক স্কুটি নিয়ে একাধিক দুর্ঘটনার খবর চিন্তা বাড়িয়েছে স্কুটি চালকদের। কখনও ব্যাটারি খারাপ হয়ে যাওয়া, আবার কখনও বিস্ফোরণ বা আগুন লেগে যাওয়ার মতো ঘটনা জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। গরমকালে বিশেষ কিছু বিষয় মাথায় না রাখলে আপনার ইলেকট্রিক স্কুটিও (Electric Scooter) বিগড়ে যেতে পারে যে কোনও মুহূর্তে।

ইলেকট্রিক স্কুটির (Electric Scooter) ক্ষেত্রে মেনে চলুন এই বিষয়গুলি:

• স্কুটি চার্জ করার ক্ষেত্রে সর্বদা সংস্থার দেওয়া অরিজিনাল চার্জার ব্যবহার করুন। স্থানীয় বা কম দামি চার্জার ব্যবহার করলে ব্যাটারি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ে ঘটতে পারে স্কুটিতে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও ।

• গরমকালে প্রখর রোদে স্কুটি পার্ক করা এড়িয়ে চলুন। রাস্তাঘাটে এমন জায়গা দেখে গাড়ি পার্ক করুন যেটি অপেক্ষাকৃত ছায়াময়। গরমকালে রোদে দীর্ঘক্ষণ স্কুটি দাঁড় করিয়ে রাখলে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যাটারি সেল। এর থেকেও স্কুটিতে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন : গরমে আর নেই চিন্তা! এবার জলের দরে AC বিক্রি করছে Tata, মিস করবেন না এই সুযোগ

• বড় বিপদ এড়াতে নিয়মিত ই-স্কুটারের (E-Scooter) ব্যাটারি, তার এবং অন্যান্য ইলেকট্রনিক উপাদানগুলির পরীক্ষা বাঞ্ছনীয়। পোড়া গন্ধ, অতিরিক্ত তাপ বা ব্যাটারির আকারে পরিবর্তন লক্ষ্য করলে তৎক্ষণাৎ যোগাযোগ করুন সার্ভিস সেন্টারের সাথে।

• স্কুটির ব্যাটারিকে জল ও আর্দ্রতা থেকে দূরে রাখার চেষ্টা করুন। বৃষ্টি বা ভেজা জায়গায় স্কুটার পার্কিং করলে ব্যাটারিতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। সেখান থেকে আগুন লাগার মতো দুর্ঘটনাও ঘটতে পারে।

Electric scooter related information for summer.

• আপনার ইলেকট্রিক স্কুটারে (Electric Scooter) সর্বদা ব্যবহার করুন OEM অর্থাৎ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার দ্বারা সার্টিফায়েড ব্যাটারি এবং খুচরো যন্ত্রাংশ।

• উঁচু বা ঢালু রাস্তায় উচ্চ গতিতে স্কুটার চালানো থেকে বিরত থাকুন। এই ধরনের রাস্তায় উচ্চ গতিতে স্কুটার চালালে তার প্রভাব পড়ে ব্যাটারির উপর। ব্যাটারি কেস নষ্ট হয়ে গেলে অবিলম্বে সেটি পরিবর্তনের ব্যবস্থা করুন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X