ইলেকট্রিক প্লাগে তিনটি পিন কেন থাকে ভেবেছেন কখনও? উত্তর বলতে গিয়ে হিমশিম খান অনেকেই

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সভ্যতায় আমরা দৈনন্দিন জীবনে এমন বহু জিনিস ব্যবহার করি যেগুলির বৈশিষ্ট্য আমাদের অবাক করে দেয়। কিন্তু এই বৈশিষ্ট্যগুলির পেছনে থাকে নির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা। বস্তুগুলির এই ধরনের বৈশিষ্ট্যের নির্দিষ্ট কোনও কারণ আছে। এমনই একটি বস্তু হল ইলেকট্রিক প্লাগ (Electric Plug)।

লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ ইলেকট্রিক প্লাগে থাকে তিনটি পিন। কিন্তু কেন ইলেকট্রিক প্লাগে তিনটি পিন ব্যবহার করা হয় জানেন? ভালো করে লক্ষ্য করলে দেখবেন তিন পিনের প্লাগে দুটি প্লাগের আকার সমান হয়। উপরের পিনটি খানিকটা মোটা হয়। একটি সবুজ তারের সাথে যুক্ত থাকে এই পিনটি। একে আর্থ ওয়ার বলা হয়। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ প্রবাহিত হয় না এই তৃতীয় পিন ও সবুজ তারের মধ্যে দিয়ে।

এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন প্লাগে এই তৃতীয় পিন ব্যবহার করা হয়? যদি কখনো বৈদ্যুতিক সরঞ্জামে ত্রুটি দেখা দেয় তখন অস্বাভাবিক হারে বিদ্যুৎ প্রবাহ লক্ষ্য করা যায় এই প্লাগের মধ্যে। সেই সময় এই বৈদ্যুতিক সরঞ্জাম স্পর্শ করলে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এই কারণে প্লাগের মধ্যে এই অতিরিক্ত তৃতীয় পিনটি রাখা হয়।

1649754611 plug

যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে তাহলে তৃতীয় তিনটি অর্থাৎ আর্থ ওয়ার অতিরিক্ত বিদ্যুৎ ঠেলে মাটির দিকে নামিয়ে দেয়। ইলেকট্রিক্যাল গ্রাউন্ডিংও (electrical grounding) বলা হয়ে থাকে একে। বৈদ্যুতিক সরঞ্জামে যেকোনো সময় দেখা দিতে পারে গোলযোগ। তাই ব্যবহারকারীকে বিদ্যুৎ প্রবাহ থেকে সুরক্ষিত রাখতে সাধারণত ইলেকট্রিক প্লাগে এই তৃতীয় পিন ব্যবহার করা হয়ে থাকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর