বাড়িতে সারা মাসে বিদ্যুৎ বিল ‘শূন্য’! বাঁকুড়ার মনোজিৎ মন্ডলের অবাক আবিষ্কার সাড়া ফেলছে চারিদিকে

বাংলাহান্ট ডেস্ক : বাঁকুড়ার (Bankura) বাসিন্দা মনোজিৎ মন্ডলের বাড়িতে রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী। এয়ারকন্ডিশন থেকে মাইক্রোওয়েভ কিংবা রেফ্রিজারেট, সবই ব্যবহার করেন মনোজিত বাবু। কিন্তু তার বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য। অন্যান্য গৃহস্থরা যখন প্রতি মাসে হাজার হাজার টাকার ইলেকট্রিক বিল দিতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছেন সেই সময় মনোজিৎ বাবু “মডিফাইড সোলার পাওয়ার্ড ফ্ল্যাট” এর মাধ্যমে প্রতি মাসে বিদ্যুৎ বিল থেকে রক্ষা পাচ্ছেন।

আপনাদের বলে রাখি আপনারাও চাইলে মানুষ মনোজিত বাবুর মত বিদ্যুৎ বিল থেকে রক্ষা পেতে পারেন। বাঁকুড়ার কাটজুরিডাঙ্গায় মনোজিৎ মন্ডল খুবই পরিচিত একটি নাম। তিনি সৌরশক্তি চালিত মডিফাইড গাড়ি তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন। তার এই গাড়ি ১০০ কিলোমিটার যেতে মাত্র ৩৫ টাকা খরচা করে। মনোজিতের ফ্ল্যাটেও এবার সেই ব্যবস্থা শুরু হলো।

তার ফ্ল্যাটের সমস্ত ইলেকট্রনিক্স দ্রব্য এখন সৌরশক্তি দ্বারা চালিত হচ্ছে। সোলার প্যানেল বসানো রয়েছে পাঁচ তলার ছাদে। সেই প্যানেল থেকে আসা বিদ্যুৎ ডিসি তারের মাধ্যমে ইনভার্টার এ কনভার্ট হচ্ছে এসি কারেন্টে। আড়াই লক্ষ টাকা খরচ করে তিনি তার বাড়িতে এই ব্যবস্থাটি করেছেন। বর্তমানে মনোজিত বাবুর বাড়িতে বিদ্যুতের বিল শূন্য।

মনোজিত বাবু জানাচ্ছেন, একবার মাত্র টাকা বিনিয়োগ করে সারা জীবনের জন্য বিনামূল্যে যে কেউ সৌর বিদ্যুৎ পেতে পারেন। বাঁকুড়ার দূরদর্শী মনজিৎ মন্ডল সেই কারণেই ভরসা রাখছেন সৌরশক্তির উপর। তাই, মনোনিত বাবুর বিপুল বিদ্যুত খরচের জন্য একদিকে যেমন পকেটে টান পড়ছে না, ঠিক তেমনই পরিবেশের প্রতি দায়বদ্ধতার নিদর্শন রাখছেন তিনি।

Manojit

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে গোটা বিশ্বজুড়ে শক্তির সংকট দেখা দিয়েছে। জীবাশ্ম জ্বালানি সীমিত হওয়ার কারণেই যে সময়ের সঙ্গে সঙ্গে জীবাশ্ম জ্বালানির মূল্য বৃদ্ধি পাবে, সেকথা কম বেশী সকলেরই জানা। অপরদিকে বিশ্ব উষ্ণায়নের পিছনে অন্যতম কারণ হল জীবাশ্ম জ্বালানির ব্যবহার। তাই শক্তির সংকটকে পরিবেশবান্ধব পদ্ধতিতে সমাধান করতে একমাত্র উপায় সৌরশক্তি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর