লকডাউনের দুই মাসে কৃষকের বিদ্যুত বিল এলো ১০ লক্ষ টাকা! আতঙ্কে দিন কাটাচ্ছে চাষির পরিবার

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের বিদ্যুত বিভাগ সাহারানপুরের (Saharanpur) এক চাষিকে দুই মাসের বাড়ির বিদ্যুতের বিল (Electricity Bill) ১০ লক্ষ টাকা পাঠিয়েছে। এত টাকার বিল দেখে কৃষক আর তাঁর পরিবার চরম সমস্যার সন্মুখিন হয়েছে। ওই কৃষক সমস্ত পুরনো বিল নিয়ে বিদ্যুত বিভাগের চক্কর কাটছেন। কিন্তু আধিকারিকই কৃষকের কথা শোনার জন্য প্রস্তুত না। এরপর কৃষক জেলাসাশকের দরবারে গিয়ে সাহায্যের আর্তি জানান।

সাহারানপুর জেলার বাসিন্দা লাল সিং জানান, তাঁর ভাই অনন্ত সিংয়ের নামে বাড়িতে বিদ্যুতের কানেকশন নেওয়া আছে। আর তিনি সবসময়ই বিদ্যুতের বিল দিয়ে দেন। মার্চ মাসে তিনি ১৪ হাজার টাকার বিল দিয়েছেন। উনি বলেন, বাড়ির কানেকশন ২ কিলোওয়াটের। আর সেই হিসেবে ওনার দুই মাসের বিল প্রায় ১ হাজার ৫০০ টাকা আসে।

লকডাউনের কারণে এপ্রিল আর মে মাসের বিদ্যুত বিল জমা করতে পারেন নি তিনি। কৃষক লাল সিং বলেন, এক সপ্তাহ আগে তিনি যখন বিদ্যুতের বিল জমা করতে অফিসে যান, তখন ওনার হাতে ১০ লক্ষ টাকার রসিদ ধরিয়ে দেওয়া হয়।

১০ লক্ষ টাকার বিল দেখে লাল সিংয়ের পায়ের তলার মাটি সরে যায়। লাল সিং যখন বিদ্যুত বিভাগের আধিকারিকদের এই বিষয়ে অভিযোগ করে, তখন তাঁরা প্রথমে সমস্ত পুরনো বিল চেয়ে পাঠায়, লাল সিং সমস্ত বিল নিয়ে পৌঁছালে আধিকারিকরা ওনার কোন সাহায্য করে না।

প্রায় একসপ্তাহ ধরে বিদ্যুত বিভাগের চক্কর লাগানোর পরেও লাল সিং এর সমস্যার সমাধান হয় নি। সর্বশেষে লাল সিং জেলা শাসক অখিলেশ এইং এর কাছে এই বিষয়ে ন্যায় চেয়ে আবেদন পাঠান।


Koushik Dutta

সম্পর্কিত খবর