এবার দিনে সস্তা হবে বিদ্যুৎ, রাতে বাড়বে দাম! সামনে এল সরকারের নতুন নিয়ম

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে দেশে (India) বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ও উৎপাদনের মধ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি সৌরশক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে বিদ্যুৎ সম্পর্কিত নতুন নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

এমতাবস্থায় জানা গিয়েছে, সরকারের এই নতুন নিয়মের মাধ্যমে দিনের বেলায় বিদ্যুৎ সস্তায় মিলবে। তবে, রাতে এটির দাম বৃদ্ধি পাবে। এই প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রক গত শুক্রবার জানিয়েছে যে, আগামী দিনে ভারতে নতুন বিদ্যুতের নিয়মের অধীনে, বিদ্যুতের দাম দিনের বেলায় ২০ শতাংশ পর্যন্ত হ্রাস এবং রাতের পিক আওয়ারে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির অনুমতি দেওয়া হবে। এদিকে, সংশ্লিষ্ট মন্ত্রক এটাও জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হল রিন্যুয়েবল এনার্জির ব্যবহারকে আরও বেশি গুরুত্ব দেওয়া।

অনুমান করা হচ্ছে এই সিস্টেমের সাহায্যে, গ্রিডের চাহিদা সেই সময়ে কমবে যখন বিদ্যুতের খরচ সবচেয়ে বেশি থাকবে। বিশেষ করে ভারতীয় পরিবারগুলিতে সন্ধ্যে নাগাদ এয়ার কন্ডিশনারের বিপুল ব্যবহার দেখা যায়।

এদিকে, এই নিয়মটি ২০২৪ সালের এপ্রিল থেকে বাণিজ্যিক এবং শিল্প সংক্রান্ত গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে এবং এক বছর পরে কৃষি খাত ছাড়া বেশিরভাগ গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে, যেহেতু সৌর বিদ্যুৎ সস্তা তাই সৌরবিদ্যুৎ ব্যবহারের সময় ট্যারিফ কম হবে। আর এইভাবেই গ্রাহকেরা উপকৃত হবেন।”

Electricity

পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন, “সন্ধ্যে বা রাতে (যখন দিনের আলো থাকে না) তাপ ও ​​জলবিদ্যুতের পাশাপাশি গ্যাস-ভিত্তিক ক্ষমতার ব্যবহার করা হয়। এগুলির দাম সৌর বিদ্যুতের চেয়ে বেশি। যা ট্যারিফে প্রতিফলিত হবে।” এদিকে, এই পদক্ষেপটি ভারতকে ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিহীন শক্তির ক্ষমতার ৬৫ শতাংশ এবং ২০৭০ সালের মধ্যে পুরোপুরি শূন্য নির্গমনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর