ইতিহাস গড়ল ভারতীয় রেল, মাত্র ৮ বছরে ৩০,৫৮৫ কিমি রেললাইন বৈদ্যুতিকরণ করে নতুন দৃষ্টান্ত স্থাপন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে পরিবহণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হল রেলপথ (Railways)। প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চেপেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। আর এই কারণেই যাত্রীদের সঠিকভাবে পরিষেবা এবং তাঁদের সুরক্ষার পাশাপাশি সামগ্রিক পরিকাঠামোকেও ক্রমশ উন্নত করছে রেল কর্তৃপক্ষ। এমতাবস্থায়, এবার এক চমকপ্রদ পরিসংখ্যান সামনে এল। মূলত, সাম্প্রতিক বছরগুলিতে ডিজেল ইঞ্জিনের উপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে রেললাইনগুলিতে দ্রুত বৈদ্যুতিকরণ করা হচ্ছে।

এছাড়াও, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেবল ডিজেলের জন্য ব্যয় করা বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করবে না, পাশাপাশি,  তা পরিবেশকেও রক্ষা করবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় রেলওয়ের নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। এমতাবস্থায়, ইন্ডিয়ান রেলওয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পোর্টাল অনুসারে জানা গিয়েছে যে, ভারতীয় রেলের মোট রুটের দৈর্ঘ্য হল ৬৭,৯৫৬ কিমি। যার মধ্যে ৫২,২৪৭ কিমি রুটে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ ঘটেছে।

রেল মন্ত্রক দ্বারা প্রকাশিত রেললাইন বৈদ্যুতিকরণের পরিসংখ্যান: সম্প্রতি রেল মন্ত্রক সামাজিক মাধ্যমে (Social Media) রেললাইনের বৈদ্যুতিকরণ সম্পর্কিত একটি আকর্ষণীয় পরিসংখ্যান সামনে এনেছে। মূলত, সংশ্লিষ্ট মন্ত্রক ভারতীয় রেলের ইলেকট্রিফিকেশনের ট্রেন্ডটি শেয়ার করেছে। যেটিতে ১৯৫১ সাল থেকে চলতি বছর অর্থাৎ ২০২২-এর ৩১ জুলাই পর্যন্ত পরিসংখ্যানটি তুলে ধরা হয়েছে। রেল মন্ত্রকের মতে, ১৯৫১ থেকে ২০১৪ পর্যন্ত মোট ৬৩ বছরে, ভারতীয় রেলের মাত্র ২১,৪১৩ কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছিল।

এদিকে, ২০১৪ সাল থেকে চলতি বছরের ৩১ জুলাই, পর্যন্ত অর্থাৎ প্রায় ৮ বছরেই ৩০,৫৮৫ কিলোমিটার রেলপথে বিদ্যুৎ সংযোগ ঘটেছে। অর্থাৎ, ভারতীয় রেলের মোট ৬৭,৯৫৬ কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কের ৭৭ শতাংশ অর্থাৎ ৫২,২৪৭ কিলোমিটার রেল নেটওয়ার্কের বৈদ্যুতিকরণ ঘটেছে। আর এই কারণেই বর্তমানে ডিজেল চালিত লোকোমোটিভ অর্থাৎ রেল ইঞ্জিনের ব্যবহারও কমে গিয়েছে।

৮০ শতাংশেরও বেশি ব্রডগেজ রেল নেটওয়ার্কে বৈদ্যুতিকরণ হয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, রেল মন্ত্রক সারা দেশে উপলব্ধ রেল নেটওয়ার্ককে বৈদ্যুতিক করার জন্য “Mission 100 Percent Electrification” শুরু করেছে। ভারতীয় রেল এই মিশনের অধীনে দিনরাত কাজ করছে। এছাড়া যেখানেই রেললাইনের ডাবলিংয়ের কাজ হচ্ছে বা যেখানে নতুন লাইন বসানো হচ্ছে, সেখানে একই সঙ্গে বৈদ্যুতিকরণও করা হচ্ছে।

 

এমতাবস্থায়, চলতি বছরের ৩ এপ্রিল রেল মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে যে, সারা দেশে ৬৫,৪১৪ রুট কিলোমিটারের মোট ব্রডগেজ নেটওয়ার্কের মধ্যে ৮০ শতাংশ অর্থাৎ ৫২,২৪৭ রুট কিলোমিটারে বৈদ্যুতিকরণ হয়েছে। এছাড়াও, ভারতীয় রেলওয়ের ইস্ট কোস্ট রেলওয়ে জোন এবং ওয়েস্ট সেন্টাল রেলওয়ে জোনে ১০০ শতাংশ বিদ্যুৎ সংযোগ ঘটেছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর