আর ঠকবেন না গ্রাহকরা! রেশন ব্যবস্থায় নয়া পদ্ধতি চালু, দুর্নীতির জেরে কড়া অ্যাকশন!

বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে তোলপাড় রাজ্য। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ বহুজনা। কোমর বেঁধে দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মাঝে দুর্নীতি রুখতে তৎপর হয়েছে রাজ্য সরকারও। রেশন (Ration) বণ্টন ব্যবস্থায় ওজনে কারচুপির অভিযোগ হামেশাই উঠে আসে। এবার এই ইস্যু দমনে বড় পদক্ষেপ রাজ্যের (Government Of West Bengal)।

রেশন ব্যবস্থায় কারচুপি রুখতে বড় পদক্ষেপের পথে সরকার (Ration)

সম্প্রতি রেশন বণ্টন ব্যবস্থায় ওজনে কারচুপিতে লাগাম দিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার চালু করেছে রাজ্য খাদ্য দফতর। যদিও আপাতত এই ব্যবস্থা পাইলট প্রকল্প হিসাবে চালু করা হয়েছে। পরে এই ব্যবস্থা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ারও পরিকল্পনা চলছে। এই নিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, কারচুপি রুখতে এর পরের ধাপে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

   

২০২৩-এ রেশন (Ration) দুর্নীতির একের পর এক গ্রেফতারির পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। চলতি বছরের শুরু থেকেই রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে নানা ধরনের ব্যবস্থা চালু করেছে খাদ্য দফতর। বর্তমানে রেশন ব্যবস্থায় সব ধরনের পরিষেবার ক্ষেত্রেই অনলাইন নির্ভরতার উপর অধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে। তা ই-পস হোক কিংবা পোর্টালের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন।

তবে অভিযোগ, ই-পস, অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী সংগ্রহ ব্যবস্থা চালু হওয়ার পরও কোথাও কোথাও গ্রাহকেরা কম রেশন পাচ্ছেন। খাদ্য দফতরের কাছে এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়তেই এবার বৈদ্যুতিন ওজন যন্ত্রও যুক্ত করার পরিকল্পনা। যাতে গ্রাহকেরা নিজেদের বরাদ্দ রেশন থেকে কোনোভাবেই বঞ্চিত না হন সেই জন্যই নয়া পদক্ষেপ রাজ্যের।

Ration 1 2

আরও পড়ুন: ‘দু সপ্তাহের মধ্যে..,’ SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

এই ব্যবস্থায় গ্রাহকদের বরাদ্দ হিসেবে রেশন (Ration) সামগ্রী না দিলে কাজ করবে না ই-পস। এর ফলে একদিকে যেমন বরাদ্দ অনুযায়ী রেশন না দেওয়ার কোনো রাস্তা থাকবে না। তেমনই ই-পসের মাধ্যমে রেশন ডিলারের মজুত কতটা কমছে, সেই বিষয়েও স্পষ্ট ধারণা পাবে খাদ্য দফতর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর