‘ভোটের আগে কর্মীদের বুথ ছাড়ার শাস্তি FIR’, হুমকি নির্বাচন কমিশনারের

বাংলা হান্ট ডেস্ক : কড়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (Election Commission)। পঞ্চায়েত নির্বাচনে বুথে হিংসার করণে যে সব ভোটকর্মীরা বুথ ছেড়ে ফিরে এসেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে কমিশন। জানা যাচ্ছে, ওই কর্মীদের নামে পুলিসের কাছে এফআইআর (First Investigation Report) দায়ের হবে বলে জানিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajib Sinha)। শনিবার দুপুরে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীনই এই ঘোষণা করেন তিনি।

আজ শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ চলার সময় মারাত্মক হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। এরই মধ্যে বেশ কিছু বুথে হিংসা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে বুথ ছেড়েই ভোটকর্মীরা ফিরে আসতে বাধ্য হন। কেন্দ্রীয় বাহিনী না থাকায় নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানান ওই কর্মীরা।

এই প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে সব ভোটকর্মী ভোটকেন্দ্র ছেড়ে চলে এসেছেন তারা বেআইনি কাজ করেছেন। তাদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করবে কমিশন।

rajiv sinha vote

যদিও ভোটকর্মীদের একাংশের দাবি, গোটা রাজ্যে কোথাও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই। ওদিকে বুথ দখল করে ছাপ্পা দিচ্ছে শাসকদলের কর্মীরা। কোথাও কোথাও তৃণমূল ও নির্দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে বুথ। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে বুথে রয়েছেন মাত্র ১ জন সশস্ত্র রাজ্য পুলিসের কর্মী। এই পরিস্থিতিতে তারা রাজকুমার রায় হতে চান না।

প্রসঙ্গত, এদিন বিকেল ৪টে পর্যন্ত যে রকম ভোট হয়েছে, তার ভিত্তিতে সি ভোটারের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, দক্ষিণ ২৪ পরগনার মোট ৮৫টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫৯ থেকে ৬৯ টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপির ঝুলিতে যেতে পারে ১৪ থেকে ২০টি। বাম-আইএসএফ ও কংগ্রেসের জোটের ভাগ্যে আসতে পারে ১-৫টি আসন।


Sudipto

সম্পর্কিত খবর