হাতির হানায় ভাঙল অঙ্গনওয়াড়ী কেন্দ্র, তছনছ করল জমির ফসল।

Published On:

 

ঝাড়গ্রাম : ফের হাতির তান্ডব ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে সারা রাত জুড়ে চলল হাতির তান্ডব। জানা গিয়েছে, সোমবার রাতে বাকড়া গ্রামে ঢুকে পড়ে হাতি। তারপর গ্রামের মধ্যে থাকা অঙ্গনওয়াড়ী কেন্দ্রটির দরজা ভেঙে দেয়।

 

এমনকি গ্রামের ফসল তছনছ করে দেয় হাতি। হাতির তান্ডবে অতিষ্ট হয়ে পড়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, প্রতিদিন সন্ধ্যায় খাবারের সন্ধানেহাতি গ্রামে হানা দিচ্ছে।

সোমবার রাতে কয়েক বিঘা জমির ফসল তছনছ করে দিয়েছে।

X