তামিলনাড়ুর নীলগিরিতে এক হাতির মৃত্যু সকলকে ব্যাথিত করে তুলেছে। বলা হচ্ছে কোনো ব্যাক্তি জ্বলন্ত কাপড় হাতির উপর ছুঁড়েছে। এরপর হাতিটি গুরুতরভাবে আহত হয়ে পড়ে। কিছুদিন পর মঙ্গলবার দিন হাতিতে প্রাণ ত্যাগ করে।
পুরো ঘটনাটি কি?
ঘটনা নীলগিরির মসিনাগুড়ি এলকার। সেখানে এক ব্যাক্তি কাপড়ে আগুন লাগিয়ে ৪০ বর্ষীয় হাতির উপর ছুঁড়ে। যন্ত্রনায় হাতিটি ছটফট করতে করতে এদিক ওদিক পলায়ন করতে শুরু করে। হাতিটির কানের চারিপাশ বাজেভাবে পুড়ে ঝলসে যায়।
আহত অবস্থায় হাতিটিকে দেখার পর বনবিভাগের লোকজন তার চিকিৎসা শুরু করে। তবে সমস্তরকম চেষ্টা সত্ত্বেও হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর হাতিটিকে ক্রেনের সাহায্যে ট্রাকের উপর চাপিয়ে শেষকৃতের জন্য নিয়ে যাওয়া হয়। বনবিভাগের কাছে পুরো ঘটনার ভিডিও এসেছে।
Case of animal cruelty comes to light in Masinagudi, Nilgiris. People in a private resort apparently threw a lit, burnt cloth on a 40-year-old elephant following which the animal died.
Postmortem report shows burn injuries on its ears; 2 individuals detained. pic.twitter.com/bYds5PyW8U
— TIMES NOW (@TimesNow) January 22, 2021
ভিডিওর ভিত্তিতে ২ টি ব্যাক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। এদের নাম প্রসাথ ও রেমন্ড ডিন বলে জানা গেছে। এছাড়াও রেয়ান নামের এক ব্যাক্তি এই কাণ্ডে জড়িত বলে মনে করা হচ্ছে। হাতিটিকে শেষকৃত্য এর জন্য নিয়ে যাওয়ার সময় ফরেস্ট রেঞ্জার কাঁদতে শুরু করেছিলেন। সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
Some emotions cannot be expressed into words. Gone from his sight, but not from his heart.
A #Forestor who was taking care of an injured elephant in masinagudi, @MudumalaiTR, #Tamilnadu, crying after its death.#GreenWarriors@narendramodi @PrakashJavdekar @vijayanpinarayi https://t.co/p9DPC1Yvp8
— IFS Association (@CentralIfs) January 20, 2021
এর আগে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৫ বর্ষীয় এক হাতি বিদ্যুৎ এর শক লেগে মারা পড়েছিল। ২০২০ সালোর জুন মাসে কেরল থেকেও হাতি মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। যেখানে এক হাতিকে বিস্ফোরক দ্রব্য খাইয়ে দেওয়া হয়েছিল। যার ফলে গর্ভবতী হাতনি মারা পড়েছিল।