ছোট্ট মহিষের ছানা সাহস পিছু হঠতে বাধ্য করল হাতিকে, ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শক্তিশালীরাই সবসময় জয়ী হয়। এটাই জগতের নিয়ম। সে আকারে যতই ছোট হোক না কেন, মনের জোর থাকলে বড় বড় শত্রুরাও পিছু হটতে বাধ্য হয়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এই কথাটাই আবারও প্রমাণ হয়ে গিয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, একটি ছোট্ট মহিষ ছানার ভয়ে পিছু হটতে বাধ্য হচ্ছে একটি হাতি। মহিষ ছানাটির সাহসের সামনে রীতিমতো কাবু হয়ে গিয়েছে ওই বিরাট বড় প্রাণীটাও। পুরো ভিডিওতে দেখা গিয়েছে মহিষ ছানার পেছন থেকে তাকে সমানে সাহস জুগিয়ে গিয়েছে তার মা। শেষ পর্যন্ত হাতি বাধ্য হয় ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে। মহিষ ছানাটি ও তার মাও নিজের রাস্তা দিয়ে ফেরত যায়। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটা দেখলেই বোঝা যায়, বন্য মহিষ কতটা বিপদজনক হতে পারে। একটি ছোট্ট মহিষের ছানাও প্রয়োজন পড়লে খুবই সাহসের পরিচয় দিতে পারে। নেচার ইন লিট  নামে একটি টুইটার পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘হাতিটি ভাবতেই পারেনি যে মহিষের বাচ্চাটি তাকে তাড়া করবে’। ৪ মার্চ ভিডিওটি শেয়ার করা হয়েছে টুইটারে। এখনও পর্যন্ত প্রায় ১ মিলিয়েনরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। হাজার হাজার মানুষ শেয়ার করেছেন ভিডিওটি।

https://twitter.com/NaturelsLit/status/1235219121215655936

https://twitter.com/joshuafletchor/status/1235220808445853696

https://twitter.com/djmm1962/status/1235220194106187777

প্রসঙ্গত, ভাইরাল ভিডিওর দৌলতে বহু মানুষের প্রতিভাও পরিস্ফুট হয়েছে। এর পাশাপাশি বহু পশুপাখিরও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে একটি শিশু গোরিলার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

X