লাফিয়ে বাড়ছে হাতি সংখ্যা! হাতি বেচেই জীবনধারণ চায় জিম্বাবুয়ে

বাংলা হান্ট ডেস্ক: ক্রমেই বাড়ছে হাতি সংখ্যা।জিম্বাবুয়ে সারা বিশ্বে অন্যতম দুটি বিষয়ের জন্য সকলের পরিচিত। প্রথমটি ক্রিকেট হলে দ্বিতীয়টি অবশ্যই হাতি। এবার সেই হাতির ক্রমাগত বাড়তে থাকা সংখ্যা এমন দুশ্চিতায় ফেলেছে জিম্বাবুয়ে সরকারকে, যে শেষ পর্যন্ত হাতি বিক্রির পথে হাঁটতে চলেছে জিম্বাবুয়ে।

প্রসঙ্গত জানা গেছে মঙ্গলবার ভিক্টোরিয়া ফলসে আয়োজিত আফ্রিকান ইউনিয়ান/ইউনাইটেড নেশনস ওয়াইল্ডলাইফ সামিটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন ম্যানানগাগওয়া বলেন, বর্তমানে জিম্বাবুয়েতে হাতির সংখ্যা ৮৫ হাজার। কিন্তু মাত্র ৫০ হাজার হাতির বসবাসের মতই রসদ রয়েছে জিম্বাবুয়ে সরকারের কাছে। তাই জিম্বাবুয়ে সরকার প্রতিবেশী বা বিশ্বের যেকনও রাষ্ট্রকে হাতি তাঁদের নিজেদের দায়িত্বে বিক্রি করতে বা দান করতে প্রস্তুত। কারণ তাদের দেশে অতিরিক্ত ৩৫ হাজার হাতির থাকার মত পরিবেশ নেই। dee5d 091373b6 48d5 4f03 a2ad 3ef86f095a64

গত দুই দশক ধরে বেশ কিছু আফ্রিকান দেশ হাতিরদাঁত ও গন্ডারের সিং বিক্রি করে প্রায় ৪ হাজার ১৫৪ কোটি টাকা আর্থিক সাহায্য করেছে জিম্বাবুয়েকে। কিন্তু হালেই হাতির দাঁত বিক্রির ওপর আন্তর্জাতিক নিষেদ্ধাজ্ঞা নেমে আসায় সেই অর্থিক সাহায্য বন্ধ হয়েছে। আর তাই এবার বিশ্বের কাছে সাহায্য চাইল জিম্বাবুয়ে সরকার।


সম্পর্কিত খবর