হাতি শিকার বৈধ! কিন্তু কেন ও কীসের জন্য এই বৈধতা?

বাংলা হান্ট ডেস্ক: প্রায় মাস দুই আগে ওদেশের পরিবেশ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পর্যটন মন্ত্রক সরকারিভাবে বিবৃতি দিয়ে শিকারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।তার পরিণতি হল হৃদয় বিদারক। ইন্টারনেটে ঘুরছে হাতির দেহাবশেষের ছবি, দেখা যাচ্ছে হাতিটির মাথা থেকে কেটে নেওয়া শুঁড়টি পড়ে আছে সামনেই, যেখান থেকে উধাও তার দাঁতদুটি। আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকের দেশ বোতসোয়ানা প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর। সেখানেই হাতি শিকার বৈধ করে দেওয়ার পরিণাম চোরাশিকারিদের এই ঘৃণ্য কাজ। অভিযোগ, হাতির মাথা কাটতে যান্ত্রিক করাত ব্যবহার করেছে চোরাশিকারীরা।

জানা গেছে, চোরাশিকার বেড়ে যাওয়ায়, ২০১৪ থেকে ২০১৮’র মধ্যে বোতসোয়ানায় হাতি শিকার বেড়েছে ৫৯৩ শতাংশ। অথচ সে দেশের সরকার শিকারের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।হাতির দাঁত চোরাশিকারিদের কাছে সোনার চেয়েও দামি, ফলে সুযোগ পেয়ে চলছে এই হত্যালীলা।

সম্পর্কিত খবর