কেরালার পর পশ্চিমবঙ্গ, ইচ্ছাকৃতভাবে ইলেকট্রিক শক দিয়ে হল হাতি হত্যা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ কেরলের গর্ভবতী হাতি (elephant) হত্যার দগদগে ঘা এখনো দেশ জুড়ে। এত প্রচার সত্ত্বেও কিছুমাত্র সচেতনতা গড়ে ওঠেনি সাধারণ মানুষের মধ্যে। ফের একবার নির্মম ভাবে হত্যা করা হল একটি হাতিকে৷

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পের কাঞ্চিবাজার এলাকায়। সেখানে চাষের জমিতে একটি মৃত পূর্ণবয়স্ক হাতির দেহ উদ্ধার হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, হাতিটিকে ইচ্ছাকৃত ভাবে বিদ্যুতৎস্পৃষ্ট করে মারা হয়েছে।

এই নিয়ে সাত দিনে দ্বিতীয় বার হাতি মৃত্যুর খবর পাওয়া গেল বক্সা টাইগার রিজার্ভে। মারাখাটা বিটের জঙ্গল সংলগ্ন কাঞ্চিবাজার এলাকায় মৃত হাতিটিকে দেখতে পেয়ে বনদপ্তর কে খবর দেন স্থানীয়রা। জানা গিয়েছে, যে চাষের জমিতে দেহ উদ্ধার হয়েছে তার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

মৃত হাতিটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। যে চাষের জমিতে দেহটি উদ্ধার হয়েছে তার মালিককে গ্রেফতার করা হয়েছে। হাতি হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

কেরলের মালাপ্পুরম জেলায় বাজিভর্তি আনারস খাইয়ে হত‍্যা করা হল এক গর্ভবতী হাতিকে। সেই ঘটনার ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় আগুনের মত ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। সাধারন মানুষ থেকে তারকা সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন এই পাশবিক ঘটনা দেখে।

সম্পর্কিত খবর

X