বাংলাহান্ট ডেস্কঃ কুয়োতে পড়ে গিয়েছিল শিশু হাতিটি (elephant) । সেনার চেষ্টায় প্রাণে বেঁচে যায়। কিন্তু প্রাণে বেঁচে গেলেও গ্রহণ করল না মা। কারন তার গায়ে যে লেগেছে মানুষের ছোঁয়া। ছোট্ট শিশুকে একা রেখেই জঙ্গলের পথে ফিরে গেল মা।
রাতে ঘুরতে ঘুরতে শিলিগুড়ির সেবক রোড লাগোয়া সেনা ছাউনির পরিত্যক্ত কুয়োয় পড়ে যায় হাতি ও তার শাবক। রাতেই বনবিভাগের দল আসে উদ্ধার করতে। কাজে হাত লাগায় সেনাও। সারারাত অক্লান্ত পরিশ্রম করেও উদ্ধার করা সম্ভব না হলে, মহানন্দা বন্যপ্রাণ বিভাগের এলিফ্যান্ট স্কোয়াডের সদস্যদের খবর দেওয়া হয়।
সাড়ে দশটা নাগাদ মা ও শিশু কিছুটা ধাতস্থ হলে বনকর্মীরা লক্ষ্য করেন মা হাতিটি বাচ্চাটিকে কিছুতেই কাছে ঘেঁষতে দিচ্ছে না। বাচ্চাটিকে ফেলেই জঙ্গলের পথে পা বাড়ায় মা হাতি। বনবিভাগ বাচ্চাটিকে উদ্ধার করে গরুমারা উদ্ধার কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বনদপ্তর সূত্রে জানানো হয়েছে এই আচরণ হাতিদের ক্ষেত্রে খুবই স্বাভাবিক। মানুষের সংস্পর্শে এলে সেই হাতিকে তার দল ত্যাগ করে। এমনকি শাবকদের ক্ষেত্রেও একই নিয়ম। তাই উদ্ধারের সময় যতটা সম্ভব ছোঁয়া বাঁচিয়ে চলার চেষ্টা করা হয়। যদিও না ছুঁয়ে উদ্ধার প্রায় অসম্ভব বলেই জানিয়েছেন বনকর্তারা।