বাংলা হান্ট ডেস্কঃ মানুষের মত পশুদের মধ্যেও থাকে অনুভূতি। এর আগেও বলিউড-টলিউড কিংবা হলিউডের একাধিক সিনেমায় হাতি, ঘোড়া কিংবা অন্যান্য পশুদের সঙ্গে মানুষের সুন্দর সম্পর্কের গল্প দেখেছেন। কিন্তু সে তো সিনেমা, এখানে সব বিষয়ই একটু বাড়িয়ে বলা হয় মানুষকে আনন্দ দিতে। অনেকটা ওই তারিণীখুড়োর গল্পের স্বার্থে রঙ চড়ানোর মত আর কি? কিন্তু সেরকম একটি সিনেমার দৃশ্য যদি ঘটে যায় বাস্তবে, অবাক হতেই হয়। এবার সোশ্যাল মিডিয়ায় সামনে এল এমনই এক আবেগঘন ভিডিও।
ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গিয়েছেন মাহুত৷ তাকে শ্রদ্ধা জানাতে বাড়ি পর্যন্ত চলে এলো তার প্রিয় হাতিটি। শুঁড় দিয়ে স্পর্শ করার পর চুপ করে সরে দাঁড়ালো একটু দূরে। কেরালার কোট্টায়ামের এই আবেগঘন দৃশ্য দেখে চোখে জল এসে গিয়েছিলো সকলেরই। মাহুত দামোদর নায়ার বংশ পরম্পরায় মাহুতের কাজ করে আসছেন প্রায় ছয় দশক বছর ধরে। প্রায় ২৫ বছর ধরে তার সঙ্গী পলট্টু ব্রহ্মদাঁতন নামের এই বিশাল হাতিটি।
মন্দিরে পূজো পার্বণ হোক বা সাধারণ হাতির দৌড় সবেতেই রীতিমতো সঙ্গী ছিলেন দামোদর এবং ব্রহ্মদাঁতন নামে তার এই হাতিটি। এমনকি হাসপাতালে ভর্তি হবার পরেও বারবার হাতিটিকে দেখার জন্য পরিবারের লোকজনের কাছে অনুরোধ করতেন এই মাহুত। বারবারই বলতেন “ব্রহ্মদাঁতন একবার এনে দিতে পারবে কেউ?” অবশেষে ৩ জুন ক্যানসারের সঙ্গে লড়াই করতে করতে মৃত্যু হয় তার। বাড়িতে নিয়ে আসা হয় মরদেহ।
সকলে যখন মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ ছুটে আসে বিশাল হাতিটি। চালা ঘরের সামনে এসে দাঁড়ায় সে। দুয়ারে শোয়ানো মৃতদেহকে বিশাল শুঁড় দিয়ে স্পর্শ করার চেষ্টা করে। ঘটনা দেখে থাকতে পারেননি দামোদরের ছেলে রাজেশ। ছুটে এসে হাতিটিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে পিছিয়ে যায় ব্রহ্মদাঁতন। তারপর ফিরে যায় জঙ্গলের দিকে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই রীতিমত সকলের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিও শেয়ার করে অনেকে লেখেন, “ও হয়তো কিছু বলতে পারেনা। তবে সমস্ত কিছু বুঝতে পারে। তার মাহুতকে শেষ শ্রদ্ধা জানালো প্রিয় হাতিটি।”
An elephant comes to bid final farewell to his papaan (mahout). pic.twitter.com/VexNAtPwNh
— Nandagopal Rajan (@nandu79) June 3, 2021
অনেকে আবার লেখেন, “পশুদের মধ্যে বিশেষত হাতিদের ভীষণ বুদ্ধি এবং সমবেদনা রয়েছে। হয়তো অনেক ক্ষেত্রে মানুষের থেকেও বেশী।”ইতিমধ্যেই ভিডিওটি দেখা হয়েছে কয়েক লক্ষ বার। শেয়ার করেছেন বহু মানুষ। আবেগঘন এই ভিডিওটি দেখে মন কেঁদে উঠেছে সকলেরই।