বাংলা হান্ট ডেস্ক : বাঙালি যেমন উৎসব মুখর তেমনই তাঁর শিল্প সত্বার বহিপ্রকাশ ঘটে থাকে উৎসবের আমেজ কে কেন্দ্র করে। সম্প্রতি কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর কালচারাল রিসার্চ (ICCR) এ আয়োজন হয় এক মনোরম প্রদর্শনীর। “কৃআর্টিভ সোল” নামক এক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এই প্রদর্শনী। কৃআর্টিভ কথা টির অভিধানে কোনও অর্থ খুজে পাওয়া যায় না কারণ কথা টি creative ও art এর মেল বন্ধনে তৈরী। প্রতি বছরই কৃআর্টিভ সোল এর তরফ থেকে আয়োজন করা হয় , Elixir নামক এই প্রদর্শনী।
প্রদর্শনীর মূল আকর্ষণ ছিল আলক চিত্র ও চারুকলা মিলিয়ন ছিল ৮৫টি ফ্রেম এবং অংশ নিয়ে ছিলেন ৩৫ জন শিল্পী।বিভিন্ন ধরনের চারুকলার মেলবন্ধনে আই সি সি আর প্রেক্ষাগৃহেবসে ছিল চাঁদের হাট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী সায়ন্তনী ঘোষ মেঘ । সায়ন্তনী সমাজের বাকি তৃতীয় লিঙ্গদের সম্মান এনে দিতে গড়ে তুলেছেন ‘ রুদ্রপলাশ ‘ নৃত্য একাডেমি।
সংস্থার কর্ণধার রিচার্ড সুমন হালদার এর বর্ণাঢ্য বক্তব্যের পর সাঙ্গীতিক অনুষ্ঠান এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।সকল শিল্পীর শিল্পকর্মে পাওয়া যায় নৈপুণ্য ও সুদৃঢ় দক্ষতার ছোয়া। চিত্রশিল্পী অভিজিৎ নন্দীর ছবি তে পাওয়া যায় ভিন্ন ধরনের শিল্পকলার নিদর্শন।
শুভঙ্কর সিংঘের থিম ভিত্তিক ছবি ও প্রশংসনীয়। বিশেষ চমক অপ্রত্যাশিত হলেও ছিল, বেশ আনন্দদায়ক, একটি মোনোক্রম বেসের চারকোল এ আঁকা ছবিতে ছিল শিহরণ জাগানো রোমান্টিকতার আবেশ। শিল্পীর খোঁজ পড়তেই মিলল চমক। টলি পাড়ার স্বনামধন্য প্লেব্যাক গায়িকা সৌমিতা সাহা একেছেন ছবি টি।
সৌমিতা টলিউডের ‘ও মাই লাভ’ নামক ছবি তে গান গেয়েছেন, তার গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও বেশ জনপ্রিয়। সৌমিতা আন্তর্জাতিক সঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম, EDM ইন্ডাস্ট্রি তে সৌমিতা একজন অন্যতম জনপ্রিয় গায়িকা। সৌমিতা,দক্ষ চিত্রকর হলেও যার চারুকলা এর আগে দিল্লি, পুনা ও মধ্যপ্রদেশে প্রদর্শিত হয়, কলকাতার কোনও প্রদর্শনী তে এই প্রথম বার অংশ গ্রহণ করলেন গায়িকা।