বাংলাহান্ট ডেস্ক : ট্যুইটার কিনে নেওয়ার পর থেকেই প্রতিনিয়ত শিরোনামে ইলন মাস্ক। তাঁকে নিয়ে চর্চার কোনও শেষ নেই। রোজই তাঁর কোনও না কোনও ট্যুইটে ঘিরে বিশ্বজুড়ে চলে জল্পনা-বিতর্ক। এবার টেসলা কর্তার নতুন এক ট্যুইটকে ঘিরেই তোলপাড় গোটা বিশ্ব। এবার নিজের সন্দেহজনক মৃত্যু নিয়ে সরাসরি মুখ খুলতে দেখা গেল বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে।
আজই একটি ট্যুইট করেন ইলন মাস্ক। সেই ট্যুইটটিতে তিনি নিজের সসন্দেহজনক মৃত্যুর প্রসঙ্গ টেনে এনেছেন। ট্যুইটে তিনি লেখেন, ‘আমি যদি সন্দেহজনক ভাবে মারা যাই, তাহলে আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগল।’ আর তাঁর এহেন ট্যুইটের পরই বিশ্বজুড়ে শুরু হয়েছে জল্পনা। তাঁর এই ট্যুইটের অর্থ স্পষ্টভাবে বোধগম্য হয়নি কারওই। তবে অনেকেরই অনুমান একটি বিশেষ গানের কথাই ইলন মাস্ক বলছিলেন ওই ট্যুইটে।
If I die under mysterious circumstances, it’s been nice knowin ya
— Elon Musk (@elonmusk) May 9, 2022
স্বভাবতই, পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় তাঁর এই ট্যুইট। এক ঘন্টারও কম সময়ে ট্যুইটটি রিটুইট করেন ৩৩ হাজারেরও বেশি মানুষ। এই ট্যুইটটি প্রেক্ষিতে নানা বিধ প্রতিক্রিয়াই মিলেছে নেটিজেনদের কাছ থেকে। কেউ বলছেন, মারা যাওয়ার আগে এখনও ইলন মাস্কের অনেক কাজ করা বাকি। কেউ আবার বলছেন যে কোনও মতেই তিনি বাঁচিয়ে নেবেন ট্যুইটার কর্তাকে।
কেউ কেউ আবার গুরুতর ভাবেই নিয়েছেন বিষয়টিকে। তাঁরা সাফ জানিয়েছেন, ইলন মাস্কের মোটেই এরকম।ভাবনা চিন্তা করা উচিত নয়। এখনও বিশ্বের অনেক সমস্যার সমাধান করতে হবে তাঁকে। কেউ আবার এককাঠি এগিয়ে লেখেন, ‘আপনি মারা গেলে ট্যুইটারটা কি আমাকে দিয়ে যাবেন?’ সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই যে দেদার চাঞ্চল্য নেট পাড়ায় তা বলাই বাহুল্য।