বাংলা হান্ট ডেস্ক: এবার বড় ধরণের বিপর্যয়ের মুখে পড়ল ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) কোম্পানি SpaceX। ইতিমধ্যেই ওই সংস্থাটি নিশ্চিত করেছে যে তাদের ২০ টি নতুন স্টারলিঙ্ক স্যাটেলাইট পৃথিবীর দিকে ফিরে আসতে চলেছে। মূলত, লঞ্চের সময়ে ঘটা সমস্যার কারণেই এটি ঘটছে বলে জানা গিয়েছে।
বড় ধাক্কার সম্মুখীন ইলন মাস্কের (Elon Musk) SpaceX:
প্রসঙ্গত উল্লেখ্য যে, ফ্যালকন-৯ রকেট উৎক্ষেপণ করার সময় এই সমস্যা হয়েছিল। রকেটের দ্বিতীয় পর্যায়ের ইঞ্জিন সঠিকভাবে কাজ করেনি। যার কারণে এই স্যাটেলাইটগুলি খুব নিচের কক্ষপথে স্থাপন করা হয়েছিল। যেখানে এই স্যাটেলাইটগুলির টিকে থাকা প্রশ্নের মুখে পড়েছে।
During tonight’s Falcon 9 launch of Starlink, the second stage engine did not complete its second burn. As a result, the Starlink satellites were deployed into a lower than intended orbit.
SpaceX has made contact with 5 of the satellites so far and is attempting to have them…
— SpaceX (@SpaceX) July 12, 2024
আদৌ কি ঘটবে মানুষের বিপদ: ইলন মাস্কের (Elon Musk) সংস্থা SpaceX-এর মতে, তাদের টিম ১০ টি স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে তাদের ওপরে তোলার চেষ্টা করলেও সেগুলি অত্যধিক নিচে নেমে এসেছিল। সংস্থাটি বলছে, তাদের এত নিচু থেকে ওপরে তোলা কঠিন। তাই, এই স্যাটেলাইটগুলি ধীরে ধীরে বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং পুড়ে যাবে। যদিও, এগুলি থেকে অন্য কোনো স্যাটেলাইট বা মানুষের কোনও বিপদ ঘটার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: হাইভোল্টেজ ঝটকা খেলেন আম্বানি! BSNL-এর পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ সরকারের
কি জানিয়েছেন কোম্পানির CEO: সামগ্রিকভাবে দেখতে গেলে এটি SpaceX-এর একটি ব্যর্থ লঞ্চ ছিল। প্রসঙ্গত উল্লেখ্য যে, SpaceX একটি গ্লোবাল স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক তৈরির জন্য কাজ করছে। যেটি বিশ্বের সর্বত্র ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম হবে। এদিকে, এই ২০ টি স্যাটেলাইট নষ্ট হয়ে যাওয়ার কারণে এই প্রকল্পটি কিছুটা ধাক্কা খেয়েছে। যেটি কোম্পানির জন্যও একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়েছেন কোম্পানির CEO ইলন মাস্ক (Elon Musk)। তিনি আরও বলেন, খুব দ্রুত গতিতে স্যাটেলাইট চালানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।
আরও পড়ুন: ক্রিকেট নিয়ে প্রতিক্রিয়া দিতেই সাইনার ওপর “চটলেন” KKR-এর এই প্লেয়ার, “রসিকতা” করে চাইলেন ক্ষমা
এদিকে, এই বিষয়টি থেকে এটা ফের স্পষ্ট হয়ে গেল যে, মহাকাশে স্যাটেলাইটগুলিকে সঠিক জায়গায় স্থাপন করা কতটা জটিল। এই কাজের সাথে যুক্ত অভিজ্ঞরা এই ঘটনার দিকে গুরুত্বের সাথে দৃষ্টিনিক্ষেপ করেছেন। এমতাবস্থায়, এর ফলে ভবিষ্যতে স্যাটেলাইটকে বাঁচানোর উপায় ও Starlink-এর স্যাটেলাইটের ক্ষমতা সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।