বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান। মহাকাশে ২৮৬ দিন আটকে থাকার পর ভারতীয় সময় বুধবার ভোর ৩ টে ২৭ মিনিট নাগাদ স্পেসএক্সের মহাকাশযানে চেপে ফ্লরিডার সমুদ্র উপকূলে অবতরণ করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সঙ্গী বুচ উইলমোর।
সুনীতাদের (Sunita Williams) ফেরা প্রসঙ্গে মাস্কের মন্তব্য
ফ্লোরিডার সমুদ্র উপকূলে ইলন মাস্কের (Elon Musk) সংস্থা স্পেসএক্সের মহাকাশযান স্প্ল্যাশডাউন করার সাথে সাথেই হোয়াইট হাউস থেকে এল বিশেষ বার্তা। মহাকাশচারীদের উদ্দেশ্যে বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, ‘প্রমিস মেড, প্রমিস কেপ্ট।’ এই মিশনের উদ্যোগ নেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন : যন্ত্রণা অতীত! জেলবন্দিদের কথা মাথায় রেখে বড় নির্দেশ! ‘এই’ আইন কার্যকর করতে বলল সুপ্রিম কোর্ট
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘স্পেস এক্স এবং নাসার টিমকে অভিনন্দন মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। এই বিশেষ মিশনটিকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মার্কিন প্রেসিডেন্টকে।’ সুনীতাদের (Sunita Williams) এই পরিস্থিতির জন্য ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার দায়ী করেছেন জো বাইডেন প্রশাসনকে।
স্পেস এক্স কর্তা ইলন মাস্কও ট্রাম্পের সুরে সুর মিলিয়ে নিশানা করেছিলেন বাইডেনকে (Joe Biden)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাস্ক বলেন, বাইডেন প্রশাসন রাজনৈতিক কারণে পৃথিবীতে ফিরিয়ে আনেনি সুনীতাদের। তবে এই মিশনের গুরুত্ব বুঝেছে ট্রাম্প প্রশাসন। তাই নিরাপদে সময় মতো পৃথিবীতে ফিরে আসতে পেরেছেন মহাকাশচারীরা।
The @POTUS has asked @SpaceX to bring home the 2 astronauts stranded on the @Space_Station as soon as possible. We will do so.
Terrible that the Biden administration left them there so long.
— Elon Musk (@elonmusk) January 28, 2025
মাস্কের কথায়, ‘আমাদের পক্ষ থেকে আগেই মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই ব্যাপারে প্রশ্নই ওঠে না। যেখানে মাত্র ৮ দিন মহাকাশে তাঁদের থাকার কথা ছিল, সেখানে ১০ মাস ধরে রয়েছেন তাঁরা। কয়েক মাস পরেই মহাকাশচারীদের ফিরিয়ে আনার প্রস্তাব আমরা দিয়েছিলাম বাইডেন প্রশাসনের কাছে।’ এরই সাথে অভিযোগের সুরে মাস্ক বলেন, ‘স্পেসএক্স যে অনেক আগেই মহাকাশচারীদের ফিরিয়ে আনতে পারে সে কথা আমরা জানিয়েছিলাম। তবে সম্পূর্ণ রাজনৈতিক কারণে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল।’