কলকাতায় অরুচি, বরাত পেল এই রাজ্য! কোটি কোটি টাকার বিনিয়োগ টেসলার

বাংলা হান্ট ডেস্ক : ভারতে (India) আসছে টেসলা (Tesla)। অনেকদিন ধরেই এমন হেডলাইন দেখা যাচ্ছে বিভিন্ন সংবামাধ্যমে, কিন্তু সত্যিই কি ভারতে আসছে এলন মাস্কের কোম্পানি? সম্প্রতি জানা গিয়েছে কারখানা তৈরির জন্য দেশের বিভিন্ন রাজ্যে জায়গা খুঁজছে কোম্পানিটি। আর এই তালিকায় নাম রয়েছে চার রাজ্যের, এগুলো হলো মহারাষ্ট্র, তামিলনাড়ু,গুজরাট, রাজস্থান। তবে শুধু কারখানা নয়, টেসলার শোরুম কোথায় কোথায় খোলা হতে পারে সেই নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে।

দেশের বিভিন্ন অংশে নিজেদের ছড়িয়ে দিতে শোরুম খোলার কথা ভাবছে টেসলা। তাদের প্রয়োজন ৩ থেকে ৫ হাজার স্কোয়ার ফুট জায়গা। তালিকায় কলকাতা রয়েছে কিনা জানতে উৎসুক অনেকেই। এদিকে বর্তমান সময়ে বৈদ্যুতিক গাড়ির বাজার হু হু করে বেড়ে চলেছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণে মানুষের পয়লা নম্বর পছন্দ ইলেক্ট্রিক গাড়ি। লেটেস্ট রিপোর্ট জানাচ্ছে, গত বেশ কিছু সময় ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে অনেকখানি। আর এই বাজারকেই দখল করতে ভারতে আসছে টেসলা।

আগামী সময়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়বে আরো অনেকখানি। আর সেই সময় ভারতের বুকে নিজেদের বাজার বড় করতে পারলে বিপুল গাড়ি বিক্রি করতে পারবে টেসলা। কিন্তু কোথায় কোথায় শোরুম খুলছে টেসলা? আপাতত যা খবর পাওয়া যাচ্ছে তাতে এই তালিকায় নাম রয়েছে মুম্বাই এবং দিল্লি। এই দুই শহরেই প্রথম ঝাঁ চকচকে শোরুম খুলতে চলেছে টেসলা। কিন্তু কলকাতা এখনো এই তালিকায় জায়গা করে নিতে পারেনি।

আরও পড়ুন : ৬৫ ঊর্ধ্বরাও করাতে পারবেন স্বাস্থ্যবীমা, নিয়মে বিরাট পরিবর্তন! মিলবে ক্যান্সার কভারেজও

বর্তমান সরকারের আমলে বিনিয়োগ টানতে ব্যর্থ বাংলা। টাটাদের যাওয়ার পর থেকেই একের পর এক বড় কোম্পানি মুখ ফিরিয়েছে বাংলার থেকে। টেসলাও তাই আর ঘুরে তাকায়নি এরাজ্যের দিকে। এক্ষুনি কোনো শোরুমও খুলছে না তারা। তবে ভারতের অন্যান্য রাজ্যে বড় বিনিয়োগ করতে চলেছেন তারা। খবর অনুযায়ী টেসলা মোট ২৫ হাজার কোটির বিনিয়োগ করতে পারে ভারতে।

tesla plans €25,000 made in germany ev

ভারতে নিজেদের কারখানা, শোরুম এবং ইকো সিস্টেম গড়ে তুলতে বড় অংকের বিনিয়োগ করবে টেসলা। বিভিন্ন রিপোর্ট থেকে জন্য যাচ্ছে ধাপে ধাপে আসবে এই টাকা। উল্লেখ্য, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করতে আসবেন এলন মাস্ক। তখনই বিষয়টি নিয়ে বড়সড় খোলাসা হতে পারে। টেসলা ছাড়াও স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা নিয়েও বেশ কিছু ঘোষণা করা হতে পারে সাক্ষাৎকারে।

আরও পড়ুন : খেল দেখাবে কালবৈশাখী! KKR vs RCB ম্যাচের সময় কেমন থাকবে আবহাওয়া? মিলল বড় আপডেট

প্রসঙ্গত জানিয়ে রাখি যে, ভারতে গাড়ি তৈরিই নয় সেই সাথে দামও প্রতিযোগিতা মূলক রাখতে হবে টেসলাকে। খবর মিলেছে যে, শুরুর দিকে ২০ বা ৩০ লাখের থেকে দাম শুরু হবে বিভিন্ন টেসলা গাড়ির। কিন্তু ধীরে ধীরে এই দাম কমতে পারে অনেকখানি। দেশীয় বাজারে টেসলাকে বড় প্রতিযোগিতা দেবে টাটা, মাহিন্দ্রার মতো স্বদেশী কোম্পানি এবং হুন্ডাই, এমজি মোটররা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর