বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও, এবার প্রেসিডেন্ট হিসেবে উঠে আসছে ইলন মাস্কের (Elon Musk) নাম। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও কিছু ডেমোক্র্যাট এবং রিপাবলিকান ইলন মাস্ককে “প্রেসিডেন্ট” এবং ডোনাল্ড ট্রাম্পকে “ভাইস প্রেসিডেন্ট” বলে অভিহিত করছেন। মূলত, ইলন মাস্ক হুমকি দিয়েছিলেন যেসমস্ত রিপাবলিকান সরকারি ফান্ডিং বাড়ানোর পক্ষে ভোট দেবেন তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এরপর থেকে মার্কিন পার্লামেন্টের কিছু সদস্য মাস্ককে “প্রেসিডেন্ট” হিসেবে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট হবেন (Elon Musk) মাস্ক?
এক্স-এ ট্রেন্ড হয়েছে “প্রেসিডেন্ট মাস্ক”: জানিয়ে রাখি যে, গত বুধবার যখন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) GOP-এর খসড়া করা সরকারি ফান্ডিং বিলকে পরাজিত করতে সাহায্য করেছিলেন, তখন ডেমোক্র্যাট এবং কিছু রিপাবলিকান ইলন মাস্ককে “প্রেসিডেন্ট” বলে সম্বোধন করেন। এই বিলের ব্যর্থতার কারণে, মার্কিন ফেডারেল সরকার শাটডাউনের হুমকির সম্মুখীন হচ্ছে। কারণ সরকারের খরচের জন্য নগদ অর্থ শেষ হয়ে গেছে। কিন্তু বড়দিনের ছুটির আগে সরকারের ফান্ডিংয়ের জন্য প্রয়োজনীয় বিল পাস রুখতে মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কারণেই তাঁকে “প্রেসিডেন্ট মাস্ক” বলা হচ্ছে। এমনকি, মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এটি ট্রেন্ড করেছে।
Adam Kinzinger is so clever calling Elon Musk: “President Musk,” and Donald Trump: “Vice President Trump.”
You really showed them!
Americans don’t care about these name games.
They care Congress just tried to get a raise by leveraging hurricane relief.pic.twitter.com/9CVUPDOYMc
— Paul A. Szypula (@Bubblebathgirl) December 19, 2024
মাস্ক প্রেসিডেন্ট আর ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট: প্রাক্তন রিপাবলিকান প্রতিনিধি অ্যাডাম কিনজিঞ্জার, খরচ বিল সম্পর্কিত CNN-এর প্যানেল আলোচনার সময়, ইলন মাস্ককে (Elon Musk) “প্রেসিডেন্ট” এবং ডোনাল্ড ট্রাম্পকে “ভাইস প্রেসিডেন্ট” হিসেবে বর্ণনা করেন। পাশাপাশি, কিনজিঞ্জার এটাও বলেছিলেন যে ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি সংসদে নেই।
আরও পড়ুন: ১৫,০০০ কিমি দূর থেকে এল বড়সড় “Good News”, নতুন বছরেই বাজিমাত করবে Reliance Industries
কিনজিঞ্জার জানান যে, “প্রেসিডেন্ট মাস্ক (Elon Musk), তাঁর বিস্তৃত সরকারি অভিজ্ঞতার সাথে, আজ সকালে এটা স্পষ্ট করেছেন যে তিনি চান না রিপাবলিকানরা এই বিলটি পাস করুক এবং ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে তাঁকে সমর্থন করছেন বলে মনে হচ্ছে।”
আরও পড়ুন: ফুলে ফেঁপে উঠছে কোষাগার! মাত্র এক বছরেই আয় ৪,২০০ কোটি, চমকে দেবে BCCI-এর ব্যাঙ্ক ব্যালেন্স
সিনেটর বার্নি স্যান্ডার্স কি জানিয়েছেন: এদিকে, মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও এক্স-এ একটি পোস্টে ইলন মাস্ককে “প্রেসিডেন্ট” বলে সম্বোধন করেছেন। তিনি লিখেছেন, “এই সপ্তাহে মার্কিন কংগ্রেস আমাদের সরকারকে ফান্ডিংয়ের জন্য একটি চুক্তি করেছে। ইলন মাস্ক, যাঁর সম্পদ ট্রাম্পের নির্বাচনের পর থেকে ২০০ বিলিয়ন ডলার বেড়েছে, তিনি এতে আপত্তি জানিয়েছেন। রিপাবলিকানরা কি আমেরিকান জনগণের প্রতি কৃতজ্ঞ? নাকি ‘প্রেসিডেন্ট মাস্ক’-এর জন্য?” এর পাশাপাশি, ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক প্রতিনিধি প্রমিলা জয়পালও এক্স-এ পোস্ট করেছেন এবং ইলন মাস্ককে (Elon Musk) “শ্যাডো রাষ্ট্রপতি” বলেছেন। তিনি লিখেছেন যে, “এটা স্পষ্ট যে কে আসল দায়িত্বে আছেন এবং তিনি অবশ্যই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প নন।”