তেলের দাম যখন আকাশ ছোয়া তখন বিজ্ঞানের নজর বৈদ্যুতিক যানের উপর। বৈদ্যুতিক যানে পথ দেখাচ্ছেন এলন মাস্ক(Elon Musk)। ভারত সরকারের নয়া বৈদ্যুতিক গাড়ি নীতি আকর্ষণ করছে অনেক বিদেশী বিনিয়োগকারীকেই। বিশ্বের অন্যতম বৃহৎ গাড়ী নির্মাণ সংস্থা টেসলা (Tesla Car) ভারতে বৈদ্যুতিক যান নির্মাণ করবেন কিনা তা নিয়ে জল্পনা ছিলো তুঙ্গে।
চিন সফরে রয়েছেন এলন মাস্ক, তবে তিনি যে ভারতে আসবেন এই কথা শোনা যাচ্ছিল অনেক দিনধরেই। সাথে এটাও শোনা যাচ্ছিল যে গাড়ীর কারখানা নির্মাণ হতে পরে এমন তিনটি রাজ্যের নাম । এক বিশেষ সূত্রে জানা গেছে যে টেসলা আবার এই নির্মাণ প্রকল্প নিয়ে ভাবা শুরু করেছে। কিম্তু আবার এটিকে সস্তায় বৈশিক মানে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে।
কোন কোন রাজ্যকে Tesla পছন্দের তালিকায় রেখেছে
শোনা যাচ্ছে ১৮-২৫ লাখের মধ্যেই পাওয়া যাবে টেসলার ইলেট্রিক ভেইক্যাল (Tesla Car Manufacturing)। কিন্তু টেসলার এই কারখানা যে কোথায় তৈরী হবে সেটা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে। এক সংবাদ মাধমে জানা গিয়েছে যে মহারাষ্ট্র হতে পারে টেসলার প্রথম পছন্দ যদি টেসলা সস্তায় গাড়ি বানাতে চায়। আবার যদি টেসলা রপ্তানীর দিকে নজর দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তামিলনাডু লিস্টে নিজের জায়গা করে নিতে পারে।
আবার যদি ভারত সরকারের কাছে থেকে উপযুক্ত ভর্তুকি পায় তো গুজরাটে গাড়ী নির্মাণ করার কথা ভাবতে পারে টেসলা।এক বিশেষ সূত্রে জানা গেছে যে পুণেতে কারখানা খোলার সম্ববনা প্রচুর রয়েছে। এই সম্পর্কিত টেসলা যে পুণের স্থানীয় অংশীদারের সাথে চুক্তি করেছে এবং একটা অফিস খুলেছে তাও জানা গেছে। পুণেতে কারখানা হলে বাজার হিসেবে মুম্বই ও দিল্লি এনসিআর কে পাওয়া যাবে।মহারাষ্ট্র, গুজরাত, বা তামিলনাডু এই তিনটি রাজ্য এলন মাস্কের (Elon Musk) পছন্দের স্থান হিসেবে শীর্ষে রয়েছে বলে মনে করা হচ্ছে।