১ দিনে ৬৪ কোটি ভোট গণনা! ভারতের নির্বাচন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা মাস্কের, করলেন আমেরিকার সমালোচনা

বাংলা হান্ট ডেস্ক: টেসলার সিইও এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর মালিক তথা বর্তমান সময়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত ইলন মাস্ক (Elon Musk) এবার ভারতের নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি ভারতীয় নির্বাচনের প্রক্রিয়া এবং বিশেষ করে ভোট গণনার তথ্য সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভারতের নির্বাচন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা মাস্কের (Elon Musk):

তিনি (Elon Musk) তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছেন যে, ভারত ১ দিনে ৬৪ কোটি ভোট গণনা সম্পন্ন করেছে। কিন্তু, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা এখনও চলছে। ইলন মাস্ক আরও বলেন, ভারতের নির্বাচন কমিশন যেভাবে এত বিপুল সংখ্যক ভোট গণনা করেছে তা সত্যিই প্রশংসনীয়।

https://x.com/elonmusk/status/1860476995370455296?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1860476995370455296%7Ctwgr%5E88c030071031d0b6eb5fec81b0533f69a01cf67f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Felon-musks-praise-for-indian-elections-with-a-potshot-at-california-7092386

এর পাশাপাশি তিনি (Elon Musk) ভারতের নির্বাচন কমিশন এবং EVM-এর কার্যকারিতার প্রশংসা করেন এবং সামগ্রিক বিষয়টিকে একটি উদাহরণ হিসেবে বর্ণনা করেন। জানিয়ে রাখি যে, মাস্ক এর আগে EVM-এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও এবার তার প্রশংসা করেছেন। মাস্ক তাঁর পোস্টে আরও লিখেছেন যে, ভারতের নির্বাচন কমিশনের এত বড় পরিসরে নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুভাবে পরিচালনা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: আর নয় ছাড়! সময় মাত্র ২১ দিন, চরম সঙ্কটের সম্মুখীন গৌতম আদানি ও তাঁর ভাইপো

আমেরিকায় দীর্ঘ গণনা: আসলে, ইলন মাস্ক (Elon Musk) তাঁর এই পোস্টের মাধ্যমে ভারতীয় নির্বাচন ব্যবস্থাকে আমেরিকার নির্বাচনের সঙ্গে তুলনা করেছেন। ক্যালিফোর্নিয়ার নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন যে, সেখানে ভোট গণনা এখনও চলছে। কিন্তু, ভারতে একদিনে ৬৪ কোটি ভোট গণনা হয়েছে। এটি ভারতের নির্বাচন ব্যবস্থার সঠিক ও কার্যকরী পরিচালনার একটি উদাহরণ।

আরও পড়ুন: IPL-এর মেগা নিলামে চমক দেখাবেন ভারতের এই প্লেয়ার! দাম উঠবে ৩০ কোটি, ভবিষ্যদ্বাণী রায়নার

এদিকে, স্বাভাবিকভাবেই ইলন মাস্কের (Elon Musk) এই বক্তব্য ভারতের নির্বাচন কমিশনের দক্ষতার স্পষ্ট করার পাশাপাশি বিশ্বব্যাপী দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।এছাড়াও, ইলন মাস্কের মতো একজন প্রভাবশালী ব্যক্তি ভারতীয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে ইতিবাচক মন্তব্য করে ভারতের নির্বাচনী ব্যবস্থাকে আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী আকারেও প্রতিষ্ঠিত করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর