স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট এবার ভারতে! মাস্ক-মোদীর ৫৫ মিনিটের বৈঠকে হল কী কী আলোচনা?

বাংলাহান্ট ডেস্ক : একেই বলে কার্যত এক ঢিলে দুই পাখি মারা। মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধু ট্রাম্প নন, এই সফরে টেসলার প্রধান তথা মার্কিন প্রেসিডেন্টের মসনদের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি এলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। আর এই সাক্ষাতেই গুরুত্বপূর্ণ দিক উঠে আসতে পারে বলে খবর।

নরেন্দ্র মোদীর (India) সঙ্গে দীর্ঘ সাক্ষাৎ এলন মাস্কের

বৃহস্পতিবার মোদীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন এলন মাস্ক। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয় বলে খবর। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছেন তাঁদের। বিশেষ করে ভারতে (India) ‘স্টারলিংক’ এর ব্যবসা শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও খবর। রয়টার্স সূত্রে খবর, স্টারলিংক শীঘ্রই ভারতে (India) শুরু করতে পারে ব্রডব্যান্ড পরিষেবা।

Elon musk starlink probably enter India

কতক্ষণ ধরে হয় বৈঠক: এদিন ব্লেয়ার হাউসে মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এলন মাস্ক। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী এবং তিন সন্তান। দুজন ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ অন্যান্য আধিকারিকরা। দীর্ঘ ৫৫ মিনিট ধরে আলোচনা করেন মোদী এবং মাস্ক। দুজনেই উল্লেখ করেছেন বৈঠক ভালো হয়েছে।

আরো পড়ুন : “মোদীই যা করার করবেন….”, বাংলাদেশ ইস্যুতে নমোর ওপরেই ভরসা ট্রাম্পের

ভারতে স্টারলিংকের প্রবেশ: স্টারলিংক অবশ্য অনেকদিন ধরেই ভারতে (India) প্রবেশ করার চেষ্টা করছে বলে খবর। খতিয়ে দেখা হচ্ছে তাঁদের লাইসেন্স অ্যাপ্লিকেশন। এই স্টারলিংক হল স্পেসএক্স এর অধীনস্থ টেলিকম সংস্থা। বিশ্বের প্রায় ১০০ টি দেশে পরিষেবা দেয় এই সংস্থা। মাস্কও আশ্বাস দিয়েছেন যে স্টারলিংক এর মাধ্যমে ভারতীয়দের (India) ডেটা সুরক্ষিতই থাকবে।

আরো পড়ুন : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন! চিনের চাপে চিড়ে চ্যাপ্টা হতে বসেছে “কাঙাল” পাকিস্তান

প্রসঙ্গত, মার্কিন সফরে একাধিক কর্মসূচি ছিল নরেন্দ্র মোদীর। প্রেসিডেন্ট ট্রাম্প, এলন মাস্ক ছাড়াও এই সফরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা, প্রযুক্তি থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর