মাস্কের স্বপ্নভঙ্গ! মাঝ আকাশে ভেঙে টুকরো হয়ে গেল স্টারশিপ, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : চুরমার হয়ে গেল ইলন মাস্কের (Elon Musk) স্বপ্ন। মহাকাশযান স্টারশিপ (Starship) ভেঙে পড়ল মাঝ আকাশেই। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে এই মহাকাশযানটি উৎক্ষেপণ করার পর মাত্র আট মিনিটের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবে স্বপ্নের প্রজেক্টটি সাফল্য না পেলেও মার্কিন ধনকুবের অবশ্য মোটেই বিমর্ষ হয়ে পড়েননি।

ইলন মাস্কের (Elon Musk) স্বপ্নভঙ্গ

ইলন মাস্ক তাঁর এই ব্যর্থতাকে বেশ মজার ছলে নিলেও সমস্যায় পড়েছেন বিমানযাত্রীরা। স্টারশিপ মাঝ আকাশে ভেঙে পড়ার জেরে বিরাট এলাকায় বিমান পরিষেবা (Flight Service) ব্যাহত হয়। অন্তত ২০টি বিমানকে ঘুরিয়েও দিতে হয়। মেক্সিকো উপসাগরের বিস্তীর্ণ এলাকায় স্টারশিপের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে বলেই জানা গিয়েছে।

Elon Musk starship project update

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালে শুরু হয় স্টারশিপ প্রকল্প। মাস্কের সংস্থা স্পেসএক্সের (SpaceX) একমাত্র লক্ষ্য ছিল চাঁদে মানুষ পাঠানো। অতীতে অবশ্য উৎক্ষেপণ করা হয়েছিল ছয়টি স্টারশিপ। পরিকল্পনা ছিল যে,সপ্তম স্টারশিপটি পরীক্ষামূলকভাবে ওড়ানোর এক ঘণ্টা পরে ফের ভারত মহাসাগরে নেমে পড়বে। কিন্তু,বাস্তবে ঘটল সম্পূর্ণ বিপরীত একটি ঘটনা।

আরোও পড়ুন : মাধ্যমিক শুরুর আগেই বিরাট নির্দেশ! বড় ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

সংবাদসংস্থা রয়টার্সের পক্ষ থেকে স্টারশিপ ভেঙে পড়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করা হয়। সেখানে দেখা যাচ্ছে, গোটা আকাশ গাঢ় ধোঁয়ায় ঢেকে গিয়েছে। জ্বলতে থাকা স্টারশিপের ধ্বংসাবশেষ আগুনের গোলার মতো নেমে আসছে মাটির দিকে। ফলে, স্টারশিপের ধ্বংসাবশেষের জন্য যাতে বিমানের ক্ষতি না হয় তাই বিমান পরিষেবায় বদল আনা হয়।

স্পেসএক্সের তরফে জানানো হয়েছে, উৎক্ষেপণের পরে রকেটের উপরিভাগের যন্ত্রগুলির মধ্যে কোঅর্ডিনেশন নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণেই স্টারশিপ ভেঙে পড়েছে। যদিও স্টারশিপ ভেঙে পড়ার ভিডিওটি মজার ছলেই শেয়ার করেছেন মাস্ক (Elon Musk)। তাঁর কথায়, “সাফল্য নিশ্চিত নয়। কিন্তু বিনোদন কম পড়বে না।” তবে ব্যর্থ হলেও আগামী দিনে সাফল্য মিলবে বলে আশাবাদী স্পেসএক্স।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর