কাজ হারাবেন অর্ধেকেরও বেশি কর্মী, টুইটার কিনেই কঠোর সিদ্ধান্ত ইলন মাস্কের

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারের বিনিময় মাইক্রো ব্লগিং সাইট টুইটার কিনে শোরগোল ফেলে দিয়েছিলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। টুইটার অধিগ্রহণ করেই কর্ণধার পরাগ আগারওয়ালকে বোর্ড থেকে সরিয়ে দেন এই ধনকুবের। একই সঙ্গে আরও দু’জন শীর্ষ আধিকারিককে সরিয়ে দেন তিনি। এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এবার জানা যাচ্ছে, টুইটারের অর্ধেকেরও বেশি কর্মচারীকে ছাটাই (Twitter workforce layoff) করতে পারেন মাস্ক। 

একটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ৪ নভেম্বর অর্থাৎ আজ প্রায় ৩৭০০ জন কর্মচারীকে ছাঁটাই করতে পারেন টুইটারের নতুন মালিক। উল্লেখ্য, টুইটারে মোট ৭৫০০ জন কর্মচারী কাজ করেন। এরমধ্যে ৩৭০০ জনকে ছাটাই করা হলে কাজ হারাবেন প্রায় অর্ধেক কর্মী। যদিও টুইটারের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। 

টুইটার অধিগ্রহণের পর ইলন মাস্ক বেশ কিছু পরিবর্তন আনার কথা ঘোষণা করেছিলেন। যার মধ্যে অন্যতম হল প্রতিটি ভেরিফাইড অ্যাকাউন্ট হোল্ডারকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে ব্লু টিক ধরে রাখতে হবে। এছাড়াও ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্ক করার সুবিধাও কেড়ে নিতে চলেছেন ইলন। 

প্রসঙ্গত, টুইটার তাদের কাজের ধারার জন্য বিশ্ববিখ্যাত। এবার সেখানেই আসতে চলেছে বড়সড় বদল। করোনা পরিস্থিতিতে একাধিক কর্মীকে বাড়ি থেকে কাজ করার সুবিধা দিয়েছিল টুইটার। তবে টুইটার অধিগ্রহণের পর ইলন মাস্ক সেই সুবিধা দেওয়া বন্ধ করে দেবেন।

টুইটারে যাদের ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, তাদের জন্যও কিছু বদল আসতে চলেছে। এবার থেকে তাদের প্রোফাইলে ব্লু টিক রাখতে ৮ ডলার করে দিতে হবে। বুধবার ইলন মাস্ক একটি টুইট করে জানান, ইন্টারনেটের সবথেকে মজাদার জিনিস হল টুইটার। এর আগে তিনি একটি টুইট করে জানিয়েছিলেন, বাম এবং দক্ষিণপন্থীরা তার সিদ্ধান্তগুলির সমালোচনা করেছিলেন। কিন্তু সেটি একটি ভাল দিক। এখানে আপনি যার জন্য অর্থ দেবেন আপনি সেটাই পাবেন। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর