বাংলাহান্ট ডেস্ক : ব্রাজিলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এলন মাস্কের (Elon Musk) এক্সকে। ব্রাজিলে (Brazil) আইনি প্রতিনিধির নাম জানাতে অস্বীকার করেছিলেন এক্স প্ল্যাটফর্মের মালিক। এর আগেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরিস এ বিষয়ে সতর্ক করেছিলেন মাস্ককে (Elon Musk)। ২৪ ঘন্টার সময়ও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই শর্ত পূরণে ব্যর্থ হন মাস্ক (Elon Musk)। এরপরেই ব্রাজিলে এক্স বন্ধের নির্দেশ দেওয়া হয় ব্রাজিলের সর্বোচ্চ আদালতের তরফে।
প্রতিনিধির নাম জানাতে অস্বীকার করেন এলন মাস্ক (Elon Musk)
দেশের সেন্সরশিপ মেনেই সে দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালাতে হবে। আইনজীবী রাখতে হবে। এমনটাই স্পষ্ট জানানো হয়েছিল ব্রাজিল সরকারের তরফে। ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতিরাও জানিয়ে দেন, সে দেশের নিয়ম নীতি মেনেই কাজ করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স কে। কিন্তু পালটা মাস্ক (Elon Musk) বলেন, মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে আপোষ করতে রাজি নন তিনি। তাই ব্রাজিল সরকারের নির্দেশ মানতেও বাধ্য নন। এরপরেই সে দেশে এক্স বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুন : Bollywood: সুখী পরিবারের কাছাখোলা অবস্থা, সবার সামনে কাদা ছোড়াছুড়িতে জড়িয়েছিলেন এই বলিউড তারকারা
এক্স-এই কটাক্ষ মাস্কের
এর মাঝেই এক্স প্ল্যাটফর্মে এলন মাস্কের একটি টুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা। ব্রাজিলে একটি প্রতিবাদ মিছিলের ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘কয়েক মাস আগে ব্রাজিলে এই প্রতিবাদ মিছিল হয়। এই কারণেই সরকার ভয় পাচ্ছে’। টুইটটি শেয়ার করে মাস্ক (Elon Musk) কটাক্ষ শানিয়েছেন, ‘ব্রাজিলের মানুষ বর্তমান সরকার নিয়ে খুশি নন’। ব্রাজিলে এক্স বন্ধের নির্দেশের মাঝেই এলন মাস্কের এই খোঁচা ফের তুঙ্গে তুলেছে জল্পনা।
আরো পড়ুন : Rich Country: হাওয়ায় ওড়ে টাকা, এই দেশেই সবথেকে বেশি ধনকুবেরদের বাস, ভারত কত নম্বরে?
উল্লেখ্য, ব্রাজিলে নিয়ম রয়েছে, সমস্ত ইন্টারনেট সংস্থাকেই সে দেশে একজন আইনি প্রতিনিধি রাখতে হবে। সমস্ত আইনি বিষয়পত্র তিনি দেখবেন। আইনগত বিষয়গুলিও জানানো হবে ওই প্রতিনিধিকেই। এতে তিনি দরকারে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন।
This was a protest in Brazil a few months ago. This is why the regime is panicking. pic.twitter.com/6yE4pLQndj
— End Wokeness (@EndWokeness) September 1, 2024
এদিকে চলতি মাসেই ব্রাজিলে তাদের প্রতিনিধিকে সরিয়ে নেয় এক্স। অভিযোগ করা হয়, মোরিস ওই প্রতিধিনিকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন। এর পরেই নতুন প্রতিনিধির নাম জানানোর জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল ব্রাজিলের সুপ্রিম কোর্টের তরফে। অন্যথায় এক্স বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রতিনিধির নাম জানাতে অস্বীকার করে পালটা মোরিসকে স্বেচ্ছাচারী বলে তোপ দেগেছিলেন মাস্ক। নির্দেশ মতোই এবার ব্রাজিলে নিষিদ্ধ হল এক্স।